দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৮ মার্চ: একদিকে যখন বামেদের ছাত্র ধর্মঘটে SFI-DSO’র মহিলা কর্মীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট; ঠিক সেই সময়ই জেলা পুলিশে আরও এক চাঞ্চল্যকর খবর! ভবানী ভবনে (রাজ্য পুলিশের সদর দপ্তরে) ক্লোস করা হল খড়্গপুর টাউন থানার আইসি রাজীব পালকে। শনিবার বিকেল নাগাদ রাজ্য পুলিশের এমনই এক বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে। বিজ্ঞপ্তিতে পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার (ধৃতিমান সরকার)-কে উদ্ধৃত করে রাজ্য পুলিশের এডিজি, ডিজি অ্যান্ড আইজিপি (আইন শৃঙ্খলা)-র তরফে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করতে হবে এবং শনিবার রাত্রি দশটার মধ্যে রাজীব পালকে রিপোর্ট করতে হবে ভবানী ভবনে।

এই বিষয়ে জেলা পুলিশের এক আধিকারিক জানান, “নির্দেশিকার বিষয়ে শুনেছি। বিস্তারিত কিছু বলা এখনই সম্ভব নয়।” যদিও সূত্রের খবর অনুযায়ী, শনিবার বিকেলেই খড়গপুর টাউন থানা থেকে গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজীব পাল। ঠিক কি কারণে রাজ্য পুলিশের এই নির্দেশ, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা পুলিশের শীর্ষ কর্তারা।