তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: আদালত চত্বরে হুলুস্থুল কাণ্ড। ইঁট হাতে দাঁড়িয়ে যুবক! অতিরিক্ত দায়রা আদালতের বিচারককে মারবেন তিনি, এমনই দাবি তাঁর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা আদালত চত্বরের। আর, শুক্রবারের এই ঘটনায় আদালত চত্বরে নিমেষে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতকে শনিবারই তোলা হয় ঘাটাল আদালতে। জানা যায়, শুক্রবার আদালত চত্বরে বিচারপ্রার্থীদের ভিড়ের মধ্যে এক যুবক নজর কাড়ে আদালত চত্বরের আইনজীবীদের! তাঁরা দেখেন, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের এজলাসের বাইরে, প্রধান গেটের সামনে মোটরবাইক আটকে রেখেছে এক যুবক। আইনজীবীরা ভাবেন, ডিস্ট্রিক্ট জাজের প্রধান গেটের সামনে কেন মোটরবাইক দাঁড় করানো আছে? তখনই নজরে আসে লম্বা-চওড়া-ফর্সা হাফ শার্ট গেঞ্জি পরা এক যুবককে ইঁট হাতে দাঁড়িয়ে থাকতে। ওই যুবক বলেন, তিনি এই ইঁট দিয়ে মারবেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সঞ্জয় শর্মাকে! আর এই ঘটনা জানাজানি হতেই আইনজীবী থেকে শুরু করে বিচারকরা সকলে দ্রুত ফোন করেন ঘাটাল থানায়। খবর পেয়ে দ্রুত ঘাটাল থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায়। ধৃতকে শনিবার তোলা হয় ঘাটাল আদালতে।
পুলিশ জানায়, ধৃত যুবকের নাম প্রিয়রঞ্জন বসু। যুবক চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌর এলাকার বাসিন্দা। যদিও, ইতিমধ্যে ৩০৭,৩৫৩,১৮৬,৩৪১/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে ওই ধৃত যুবকের বিরুদ্ধে। এখন দেখার, আদালত কি রায় দেয় এই যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, স্ত্রী’র সাথে ওই যুবকের বিবাহ বিচ্ছেদের মামলা হয়। সেই মামলার অর্ডার কপি হাতে না পাওয়ার জন্যই এই ঘটনা ঘটায় যুবক। এলাকা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ধৃত যুবক মানসিক অবসাদে ভুগছিলেন। ২০১৬ সালে রাস্তা সম্প্রসারণের কারণে, যুবকের মিষ্টি দোকানটি ভেঙে দেওয়া হয়। এছাড়াও, স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের আইনি সংঘাত চলে। ধৃত যুবক ক্ষীরপাই পৌরসভায় ঠিকাদারি ব্যবসা করতে গিয়েও নানা সমস্যায় পড়েন। কিছুদিন আগেও ক্ষীরপাই পৌরসভায় ধৃত যুবক এই ধরনের কান্ড ঘটিয়ে বসেন। স্থানীয়রা ওই যুবকের চিকিৎসার ব্যাপারে উদ্যোগ নিলেও, শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। একাকীত্ব থেকে বা মানসিক ভারসাম্যহীনতা থেকেই যুবক এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অনেকেই মনে করছেন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…