thebengalpost.net
অভিযুক্ত স্বামী ঘাটাল মহকুমা আদালতে :

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: স্ত্রী-কে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা আদালত। অভিযুক্ত স্বামীর নাম সুদাম মন্ডল। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার টালিভাটা-তে। আদালত সূত্রে জানা যায়, ওই যুবক চন্দ্রকোনা থানার অন্তর্গত কালাপাটের চম্পা বেরাকে ভালবেসে বিয়ে করে বেশ কয়েক বছর আগে। সুদাম মধ্যপ্রদেশে সোনার কাজ করত। মধ্যপ্রদেশের রতনাম বলে একটি জায়গায় চম্পাকে নিয়ে যায় এবং সেখানেই বিয়ে করে। বিয়ের কিছুদিন পর থেকেই সুদামের বাড়ির লোকজন পন দেওয়ার জন্য দাবি করতে থাকে। চম্পার বাবা গরিব মানুষ হওয়া সত্বেও, তাঁর সাধ্যমত তিনি তাদের দাবি পূরণ করতে থাকেন। বিয়ের কয়েক মাস পর সুদাম স্ত্রী-কে নিয়ে বাড়িতে ফিরে আসে। তারপরই পনের জন্য অত্যাচার বাড়তে থাকে।

thebengalpost.net
অভিযুক্ত স্বামী ঘাটাল মহকুমা আদালতে বৃহস্পতিবার:

ইতিমধ্যে তাদের একটি সন্তানও হয়। ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি চম্পার গায়ে কেরোসিন ঢেলে তাকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। জানা যায়, ঘটনার আগের দিন চম্পার স্বামী বাড়ি এসেছিল। চম্পার বাপের বাড়ির লোকজন দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে, পুলিশ ২৫ ফেব্রুয়ারি (২০১৫) তাকে গ্রেফতার করে। মামলা চলতে থাকে। আজ (৩ আগস্ট, ২০২৩), বৃহস্পতিবার ঘাটাল মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ মদনমোহন মিশ্র, ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এবং ৩০২ ধারায় স্বামী (আসামিকে)-কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।