তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২ মে: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রানিচক এলাকায়, হুড়মুড়িয়ে খালের জলে ভেঙে পড়ল নির্মীয়মাণ পাকা বাড়ি। সোমবার সাত সকালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রানীচক এলাকার একটি খাল সংস্কারের কাজ চলছিলো। রানীচক এলাকার বাসিন্দা দীপক মন্ডল সেই খালের ধারেই একটি পাকা বাড়ি নির্মাণ করেছিলেন। খাল সংস্কার হওয়ার পরেই সোমবার সাত সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে খালের ধারে থাকা পাকা বাড়িটি।
যদিও, ওই সময় বাড়ির ভেতরে কেউ না থাকার ফলে, প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। এদিকে, ভয়ঙ্কর এই দৃশ্যটি এলাকার অনেক মানুষই ক্যামেরা বন্দি করেছেন। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, নির্মীয়মান নতুন পাকা বাড়িটি আস্তে আস্তে মাটি সহ উপড়ে খালের উপর ভেঙে পড়ে। তবে, বাড়িটি খালে উল্টে গেলেও বাড়িটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির মালিক দীপক মন্ডল। তিনি খালের ধারে এভাবে কেন বাড়ি নির্মাণ করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সংবাদমাধ্যমের কাছেও তিনি মুখ খুলতে চাননি বলে জানা গেছে। তবে, যে ভিডিওতে ওই বাড়িটি ভেঙে পড়ার দৃশ্য ধরা পড়েছে, সেখানে বাড়ির মালিক-কে হাউ হাউ করে কাঁদতে শোনা গেছে! লক্ষ লক্ষ টাকা খরচ করে পাকা বাড়ি নির্মাণ করার পর তা এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়লে, মধ্যবিত্ত শ্রেণীর যেকোনো মানুষেরই যে শোকে পাগল হওয়ার মতো পরিস্থিতি হবে, তা বলাই বাহুল্য! ওই ভিডিওতে, বাড়ির মালিক-কে বারবার আক্ষেপ করতে শোনা গেছে, “কেন যে খাল সংস্কার হওয়ার আগে বাড়ি করতে গেলাম! সব শেষ হয়ে গেল!(নিচে দেখুন সেই ভিডিওটি)”
(বাড়ি ভেঙে পড়ার সেই ভিডিও):