দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর: একেবারে রাজধানী এক্সপ্রেসে করে পাচার হচ্ছিল নিষিদ্ধ মাদকদ্রব্য ‘গাঁজা’! গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লাগোয়া হিজলি স্টেশনে ট্রেন দাঁড়ানো মাত্রই রেল পুলিশ অভিযান চালায়। উদ্ধার করা হয় লক্ষাধিক টাকার গাঁজা। এক পাচারকারী-কে গ্রেফতারও করা হয়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে।
উল্লেখ্য যে, ভুবনেশ্বর-দিল্লি রাজধানী এক্সপ্রেস থেকে মঙ্গলবার বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে আরপিএফ এবং জিআরপি যৌথভাবে। একজনকে গ্রেফতারও করা হয়েছে। খড়্গপুর সংলগ্ন হিজলি স্টেশনে আরপিএফ এবং জিআরপি যৌথভাবে এই অভিযান চালায়। এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হবে বলে রেল পুলিশ সূত্রে খবর। তবে, ওই ব্যক্তির নাম-পরিচয় সম্পর্কে পুলিশ কিছু জানায়নি। এই গাঁজা কোথা থেকে আসছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।