দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি: কোলে ৯ বছরের সন্তানকে নিয়ে উধাও মা! স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে। বাড়িতে শ্বশুর-শাশুড়ি। এই পরিস্থিতিতেই নাতিকে নিয়ে নিখোঁজ বৌমা। তাঁদের ফিরে পেতে পুলিশের দ্বারস্থ শ্বশুর ও শাশুড়ি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহাকুমার দাসপুর থানার গোবিন্দনগরের সেনাপতি পরিবারের। শ্বশুর-শাশুড়ি জানাচ্ছেন, বৌমা অন্য রুমে থাকতো। বড় ফোনে সবসময় কীসব করত! পাশাপাশি গভীর রাত পর্যন্ত কথা চলত। স্বামী মাঝে মধ্যেই রাতে স্ত্রী’কে ফোন করলে স্ত্রী’র ফোন থেকে এনগেজড টোন আসতো। শুধু পরিবার নয়, ভরা সংসারে সন্তান সহ গৃহবধূ উধাও হওয়ার ঘটনায়, পরকীয়ার আঁচ পেয়েছেন প্রতিবেশীরাও!

thebengalpost.net
গৃহবধূ ও তাঁর ছেলে :

সোমবার শ্বশুর মোহন সেনাপতি জানান, ১ জানুয়ারি একশো দিনের কাজ সেরে বাাড়িতে এসে বৌমাকে খাবার চাইলে দেখেন সারা ঘর ফাঁকা। বৌমা ও ৯ বছরের নাতিকে বারে বারে ডেকেও কোনো সাড়া মেলেনি। পরে, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন ও বৌমার গয়লাখালি গ্রামের বাপের বাড়িতেও খোঁজ চালানো হলেও কোনো পাত্তা নেই! শাশুড়ি শঙ্করী সেনাপতি জানান, ছেলে নিশিকান্ত ভিন রাজ্যে সোনার কাজ করে। সেখানেও যাবার কথা নয়। পাশাপাশি ছেলের সাথে বা তাঁদের সাথে কোনো ধরনের ঝগড়াঝাটিও হয়নি যে বৌমা রাগ করে পালাবে। তবে, বৌমা কাজের ফাঁকে বা গভীর রাত পর্যন্ত তার হাতে থাকা বড় ফোন নিয়ে ব্যস্ত থাকত। এ নিয়ে স্বামী নিশিকান্তের সাথে কথা-কাটাকাটি আগেও হয়েছে। স্বভাবতই, পরিবারের প্রাথমিক ধারনা বৌমা’র সাথে ওই ফোনের মাধ্যমেই কারো সাথে সম্পর্ক স্থাপন হয়, আর তার জেরেই সন্তানকে নিয়ে সে পালিয়েছে। যাই হোক, দাসপুর পুলিশ সমস্ত বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে, পাড়া প্রতিবেশী বা পরিবারের সদস্যরা এই বিষয়ে নির্দিষ্টভাবে কাউকে সন্দেহ করছেন না। এখন দেখার দীর্ঘদিন স্বামীর থেকে দূরে থাকায়, নেহাত অভিমানে নাকি অনুরাগে গৃহবধূ তার সন্তানকে নিয়ে গা ঢাকা দিয়েছে!