দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধিতে তৎপর রাজ্যের স্বাস্থ্য দপ্তর তথা স্বাস্থ্য ভবন। মহিলা চিকিৎসকের সুরক্ষার বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য ভবনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক শেষে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানান, “এদিন স্বাস্থ্য ভবনের তরফে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক হয়েছে। যেখানে আমাদের ব্লক স্বাস্থ্য আধিকারিকরা (BMOH) এবং বিভিন্ন হাসপাতালের সুপাররাও উপস্থিত ছিলেন। প্রতিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। প্রবেশ পথ সহ হাসপাতালের বিভিন্ন জায়গাতে সিসিটিভি লাগানো, লাইটের সংখ্যা বাড়ানো, বাউন্ডারি ওয়াল বা প্রাচীর নির্মাণ বা সংস্কার, শৌচাগারগুলির সংস্কার- নানা বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষত মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য রেস্ট রুম বা বিশ্রাম নেওয়ার ঘর, সুরক্ষিত শৌচাগার নির্মাণ করার বিষয়ে আলোচনা হয়েছে। হাসপাতালে রক্ষীর সংখ্যাও বাড়ানো হবে। এজন্য হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে প্রয়োজনীয় ব্যয়-বরাদ্দের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই আমরা PWD-কে দিয়ে আনুমানিক বাজেট বা সম্ভাব্য খরচের তালিকা তৈরি করে পাঠাবো।”
এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, এদিন জেলা স্বাস্থ্য দফতরের পর্যালোচনা বৈঠকটিও অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরের শরৎপল্লীতে অবস্থিত জেলা স্বাস্থ্য ভবনে তথা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে। সেই উপলক্ষে BMOH, সুপার সহ জেলা ও ব্লকের স্বাস্থ্য অধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে জেলার ডেঙ্গু পরিস্থিতি সহ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের নানা সমস্যা নিয়েও আলোচনা করা হয়। CMOH জানান, “জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এদিন আলোচনা হয়েছে। চলতি মরশুমে এখনও পর্যন্ত ৫৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অধিকাংশজনই জেলার ৪টি ব্লক ও ১টি পৌরসভার। দাঁতন ২ (সাবড়া গ্রাম পঞ্চায়েত); ঘাটাল (সুলতানপুর গ্রাম পঞ্চায়েত); ডেবরা, পিংলা এবং মেদিনীপুর পৌরসভার কয়েকটি ওয়ার্ডের (২৪, ২৫, ৫ প্রভৃতি) পরিস্থিতি উদ্বেগজনক। এ নিয়ে আজকের পর্যালোচনা বৈঠকে আলোচনা করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলাতে প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। তা সত্ত্বেও আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।” জেলার পর্যালোচনা বৈঠক চলাকালীনই স্বাস্থ্য ভবনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেন CMOH সহ স্বাস্থ্য অধিকারিকরা।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…