Recent

Medinipur: CCTV-তে মুড়ে ফেলা হবে পশ্চিম মেদিনীপুরের হাসপাতালগুলি; স্বাস্থ্য ভবনের সঙ্গে বৈঠকের পর বললেন CMOH

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধিতে তৎপর রাজ্যের স্বাস্থ্য দপ্তর তথা স্বাস্থ্য ভবন। মহিলা চিকিৎসকের সুরক্ষার বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য ভবনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক শেষে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানান, “এদিন স্বাস্থ্য ভবনের তরফে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক হয়েছে। যেখানে আমাদের ব্লক স্বাস্থ্য আধিকারিকরা (BMOH) এবং বিভিন্ন হাসপাতালের সুপাররাও উপস্থিত ছিলেন। প্রতিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। প্রবেশ পথ সহ হাসপাতালের বিভিন্ন জায়গাতে সিসিটিভি লাগানো, লাইটের সংখ্যা বাড়ানো, বাউন্ডারি ওয়াল বা প্রাচীর নির্মাণ বা সংস্কার, শৌচাগারগুলির সংস্কার- নানা বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষত মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য রেস্ট রুম বা বিশ্রাম নেওয়ার ঘর, সুরক্ষিত শৌচাগার নির্মাণ করার বিষয়ে আলোচনা হয়েছে। হাসপাতালে রক্ষীর সংখ্যাও বাড়ানো হবে। এজন্য হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে প্রয়োজনীয় ব্যয়-বরাদ্দের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই আমরা PWD-কে দিয়ে আনুমানিক বাজেট বা সম্ভাব্য খরচের তালিকা তৈরি করে পাঠাবো।”

জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিকের নেতৃত্বে বৈঠক:

এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, এদিন জেলা স্বাস্থ্য দফতরের পর্যালোচনা বৈঠকটিও অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরের শরৎপল্লীতে অবস্থিত জেলা স্বাস্থ্য ভবনে তথা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে। সেই উপলক্ষে BMOH, সুপার সহ জেলা ও ব্লকের স্বাস্থ্য অধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে জেলার ডেঙ্গু পরিস্থিতি সহ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের নানা সমস্যা নিয়েও আলোচনা করা হয়। CMOH জানান, “জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এদিন আলোচনা হয়েছে। চলতি মরশুমে এখনও পর্যন্ত ৫৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অধিকাংশজনই জেলার ৪টি ব্লক ও ১টি পৌরসভার। দাঁতন ২ (সাবড়া গ্রাম পঞ্চায়েত); ঘাটাল (সুলতানপুর গ্রাম পঞ্চায়েত); ডেবরা, পিংলা এবং মেদিনীপুর পৌরসভার কয়েকটি ওয়ার্ডের (২৪, ২৫, ৫ প্রভৃতি) পরিস্থিতি উদ্বেগজনক। এ নিয়ে আজকের পর্যালোচনা বৈঠকে আলোচনা করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলাতে প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। তা সত্ত্বেও আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।” জেলার পর্যালোচনা বৈঠক চলাকালীনই স্বাস্থ্য ভবনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেন CMOH সহ স্বাস্থ্য অধিকারিকরা।

News Desk

Recent Posts

Midnapore: “মন্ত্রীসভাকে বাঁচালে, আমাদের কেন নয়?” সুপ্রিম শুনানির আগেই মেদিনীপুরে মোক্ষম প্রশ্ন ‘যোগ্য’ শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…

2 days ago

Midnapore: শালবনীতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস! মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…

2 days ago

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

3 days ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

4 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

6 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

7 days ago