দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী থানার বামুনমারী এলাকায়। সোমবার সকালে কেশিয়াড়ীর ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েতের বামনমারী জঙ্গল এলাকায় স্থানীয়রা ছাগল চরাতে গিয়ে ওই ব্যক্তির ঝুলন্ত পচাগলা দেহ দেখতে পান বেশ কয়েকজন। এরপরই, খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয়, কেশিয়াড়ী থানার পুলিশ। ওই ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

thebengalpost.in
মাঝ-জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার পশ্চিম মেদিনীপুরে :

স্থানীয়দের দাবি, কেউ বা কারা জঙ্গলে খুন করে গাছে ঝুলিয়ে দিয়ে পালিয়েছে। বৃষ্টির কারণেই ঝুলন্ত দেহ পচে গলে যায়। তবে, পুলিসের অনুমান ‘আত্মহত্যা’! যদিও ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে ময়নাতদন্তের পরেই খুন না আত্মহত্যা জানা যাবে বলে জানানো হয় পুলিস প্রশাসনের পক্ষ থেকে।