দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ:সরকারি খালের (ক্যানালের) মাটি চুরি ও সরকারি সম্পত্তি নষ্ট করার প্রতিবাদ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে একদিকে যেমন ক্ষতি হচ্ছে খালের, তেমনই ক্ষতি হচ্ছে চাষযোগ্য জমিরও। শুধু তাই নয়, যে নড়বড়ে সেতু দিয়ে সর্বাধিক ১০-১২ টনের ভারী গাড়ি চলাচল করতে পারে, সেই সেতু দিয়ে ৬০-৭০ টনের মালবাহী গাড়ি নিয়ে যাওয়ার বিরুদ্ধেও শুক্রবার রুখে দাঁড়ান এলাকাবাসী।

thebengalpost.net
এলাকায় বিক্ষোভ:

জলসেচ দপ্তরের নির্বাহী বাস্তুকারকে স্মারকলিপি দিয়ে শুক্রবার দুপুরে স্থানীয় দুলাল সাউ, নিমাই সাউ, গোপাল সরেন, লক্ষণ টুডু প্রমুখরা অভিযোগ করেন, “বেশ কিছুদিন ধরেই সুকুমার সিং, গণেশ পন্ডা নামক অসাধু ব্যবসায়ীরা পাঁচখুরি খালের মাটি কেটে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করছেন। এর ফলে খালের ক্ষতি হচ্ছে। চাষ যোগ্য জমি ভরাট করে দেওয়া হচ্ছে। পাশের আর একটি খালের মাটিও কেটে নেওয়া হচ্ছে। এখানে খালের উপর নড়বড়ে সেতু রয়েছে। তার উপর দিয়ে ভারী যানবাহন নিয়ে যাওয়া হচ্ছে।” এদিন দুপুরে তাঁরা একটি ট্রাক আটকে বিক্ষোভ দেখান। পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। এ বিষয়ে অভিযুক্ত সুকুমার সিং জানান, তিনি যা করেছেন স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলেই করেছেন। অথচ, প্রধান সুমিত্রা ও উপপ্রধান আনসার পান জানিয়েছেন, উনি বেআইনি কাজ করেছেন। ওনাকে কোনো নো-অবজেকশান দেওয়া হয়নি। সুকুমার সিং-কে তার এসব কাজের জন্য নোটিশ পাঠানো হয়েছে। এদিন বিকেলে পুলিশ সুকুমারের খোঁজে এলাকায় যায়। তাঁকে কোতয়ালী থানায় ডাকা হয়েছে বলে সূত্রের খবর।

thebengalpost.net
মালবাহী ট্রাক নিয়ে যাওয়া হচ্ছে খালের উপর সঙ্কীর্ণ রাস্তা দিয়ে :