দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: এবার মেদিনীপুর শহরকেও সাজিয়ে তোলা হবে অভিনব সাজে। ইতিমধ্যে শহরের শিশু উদ্যান, মেদিনীপুর কলেজ সরনী, কলেজ কলেজিয়েট মাঠ প্রভৃতি এলাকাগুলি সাজিয়ে তোলা হয়েছে। প্রস্তাবিত আছে, জেলাশাসকের কার্যালয় তথা জেলা কালেক্টরেটের প্রধান গেটের সম্মুখে কালেক্টরেট মোড়ে একটি ‘ওয়াচ টাওয়ার’। অন্যদিকে, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া’র অনুপ্রেরণায় মেদিনীপুর পৌরসভার উদ্যোগে কংসাবতী নদী তীরবর্তী ‘গান্ধী ঘাট’-কেও সাজিয়ে তোলা হচ্ছে, অনেকেটা কলকাতা ও হাওড়ার গঙ্গার পাড়ের ধাঁচে। এর আগে, গান্ধী ঘাট এর কিছু সৌন্দর্যায়ন সম্পন্ন হয়েছে। এবার, সেটিকেই আরও মনোরম ও আকর্ষণীয় করে তোলা হচ্ছে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে।

thebengalpost.net
সাজানো হবে মেদিনীপুরের এই গান্ধী ঘাট :

এ প্রসঙ্গে, মেদিনীপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন সৌমেন খান জানিয়েছেন, গান্ধী ঘাটের সৌন্দর্যায়নের কাজ চলছে। তবে, কাজ এখনও শেষ হয়নি। আগামী ৩১ ডিসেম্বর তা উদ্বোধন করা হবে। তিনি এও জানিয়েছেন, শহরের পরিছন্নতা ও সৌন্দর্যায়নের উপর জোর দেওয়া হচ্ছে। এই কাজে স্বয়ং বিধায়ক জুন মালিয়ার উৎসাহ ও পরামর্শ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে, গান্ধী ঘাটে তৈরি করা হয়েছে বিশেষ সেলফি জোন, সেখানে লেখা হয়েছে- I ❤️ MIDNAPORE (আই লাভ মিডনাপুর)। এর আগে, খড়্গপুরের বিএনআর গার্ডেনে দেখা গেছে, ‘আই লাভ খড়্গপুর’ লেখা। যা শহরবাসীকে মুগ্ধ করেছে। এছাড়াও, ওই একই ধাঁচে কেশিয়াড়ির প্রত্যুষা পার্কেও লেখা আছে, ‘আই লাভ প্রত্যুষা’। এবার, জেলা শহর মেদিনীপুরেও আকর্ষণীয়ভাবে লেখা- I Love MIDNPAORE নিয়ে শহরবাসী উৎসাহিত।

thebengalpost.net
সেলফি জোন (Selfie Zone) :