দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের সাতপাটি অঞ্চলের কলসিভাঙা গ্রামে স্টেট ওয়্যারহাউজ কর্পোরেশনের উদ্যোগে নির্মিত হয়েছে, ২৫ হাজার মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন খাদ্যশস্য সংরক্ষণ গুদাম (গোডাউন)। আগামী ২-৩ দিনের মধ্যেই এখানে খাদ্যশস্য গুদামজাত করার প্রক্রিয়া শুরু হবে। বেশকিছু কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করা হয়েছে শালবনী পঞ্চায়েত সমিতির তরফে। খাদ্যশস্য ওঠানো-নামানোর কাজে ৩০০’র বেশি শ্রমিকের রুজি-রোজগার হবে বলেও আশাবাদী তাঁরা। উপকৃত হবেন এলাকাবাসী। আর, এই পুরো বিষয়টির জন্য শালবনী ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে ধন্যবাদ জানিয়ে সোমবার একটি সভার আয়োজন করা হয়েছিল।

thebengalpost.net
শালবনীতে রাজ্য সরকারের খাদ্যশস্য সংরক্ষণের গুদাম :

উল্লেখ্য যে, কলসিভাঙা’র যে এলাকায় এই সরকারি গুদামটি তৈরি করা হয়েছে, সেটি ছিল পতিত জমি। স্বাভাবিকভাবেই এরকম একটি জায়গায় এই ধরনের গুদাম বা গোডাউন তৈরি হওয়ায় খুশি এলাকাবাসী। অন্যদিকে, রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ। তিনি জানিয়েছেন, “রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে, নাবার্ডের সহায়তায় সারা রাজ্যে ৫১ টি এই ধরনের গুদাম তৈরি করেছে। তার মধ্যে অন্যতম এটি। এটি আগামী ২-৩ দিনের মধ্যে চালু হয়ে যাবে। বিভিন্ন ডিস্ট্রিবিউটররা এখান থেকেই রেশনের চাল সংগ্রহ করতে পারবেন। অনেক এলাকাবাসীর কর্মসংস্থান হবে। এজন্য আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি”। এদিনের এই সভায় নেপাল সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, ব্লক তৃণমূলের সহ সভাপতি বুলবুল হাজরা, আব্দুল কাশেম খান, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শম্ভু মাহাতো প্রমুখ।