তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ মে:রাস্তা তুমি কার? এই গোষ্ঠী বলে, “তুমি আমাদের! আমরা তোমার দায়িত্ব নেব।” ওই গোষ্ঠী বলে, “না, আমরা!” এই নিয়েই শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, লড়াই, তা থেকে মারামারি, হাসপাতালে ভর্তি। না, গাঁটের টাকা খরচ করে ‘সমাজসেবা’ করার লড়াই ছিলনা! সরকারি কাজের বরাত বা টেন্ডার নিয়েই গন্ডগোল বাঁধে। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মারিচ্যা এলাকার। রাস্তা তৈরির বরাত কারা পাবে, এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে মঙ্গলবার। আহত হয়ে দুই তৃণমূল কর্মী ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি ও পঞ্চানন মন্ডল। আপাতত তারা স্থিতিশীল বলে জানা গেছে। তবে, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
প্রশাসন সূত্রে খবর, বীরসিংহ উন্নয়ন পর্ষদের টাকায় ঘাটালের মারিচ্যা এলাকায় রাস্তা তৈরির কাজ চলছে। আর, এই কাজের দায়িত্ব বা বরাত কাদের কাছে যাবে, তা নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। আহত দুই তৃণমূল কর্মী ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘাটাল থানায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীর নামে অভিযোগ জমা হয়েছে। মারিচ্যা এলাকায় উত্তেজনা থাকায় এলাকায় নজরদারি চালাচ্ছে ঘাটাল থানার পুলিশ। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলেন, বিধানসভা নির্বাচনের আগে ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলইয়ের হাত ধরে মারিচ্যা এলাকার বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগদান করেন। সেই নব্য তৃণমূল কর্মীরাই এই ঘটনার সাথে জড়িত!