Recent

Cow Smuggling: গরু পাচারের বড়সড় ছক বানচাল করল পশ্চিম মেদিনীপুর পুলিশ! উড়িষ্যা বর্ডারে আটক গরু বোঝাই ৮টি ট্রাক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ অক্টোবর: আন্তঃরাজ্য গরু পাচার চক্র কি তবে ছড়িয়ে আছে পশ্চিম মেদিনীপুর জেলাতেও? শুক্রবার দাঁতন-সোনাকনিয়া বর্ডারে পুলিশের নাকা চেকিং চলাকালীন যেভাবে গরু বোঝাই ৮টি ট্রাককে ফেরত পাঠানো হল, তাতে প্রশ্ন উঠছে নিঃসন্দেহে! সূত্রের খবর অনুযায়ী, ট্রাকগুলি আসছিল উড়িষ্যার দিক থেকে। ট্রাক ড্রাইভারদের জিজ্ঞাসা করে জানা গেছে, তাঁরা আসছিলেন উড়িষ্যার ভদ্রক এলাকা থেকে এবং তাঁদের গন্তব্যস্থল ছিল পশ্চিম মেদিনীপুরের বেলদা (বা পার্শ্ববর্তী এলাকা)। স্বভাবতই, জল্পনা ছড়িয়েছে, প্রায় ৮০০-১০০০ গরু বেলদা থেকে কোথায় নিয়ে যাওয়া হত? ইতিমধ্যে, বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, গরু পাচার কাণ্ডে পুরোপুরি জড়িয়ে শাসকদল। তাঁদের নেতা জেল খাটছে। তাই, পশ্চিম মেদিনীপুরের কোন নেতাও এই চক্রের সঙ্গে জড়িয়ে আছে। তবে, অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, গরুগুলি আসছিল উড়িষ্যা থেকে। পশ্চিম মেদিনীপুরে ঢোকার আগেই বাংলা তথা জেলার (দাঁতন থানার) পুলিশ আটকে দিয়েছে। তাই, এর সঙ্গে কোনভাবেই তৃণমূল তথা রাজ্যের শাসকদল জড়িত নয়। সঠিক তদন্তের দাবি করা হয়েছে উভয় পক্ষ থেকেই। এদিকে, শনিবার দুপুর নাগাদ দাঁতন থানা সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুর বা দাঁতন‌ বর্ডারে ঢোকার আগেই, জলেশ্বর থানার তরফে গরু বোঝাই ট্রাকগুলিকে আটক করে, উড়িষ্যার দিকেই ফেরত নিয়ে যাওয়া হয়েছে।

গরু বোঝাই ট্রাক:

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার তরফে শুক্রবার মধ্যরাতে ওড়িশা-বেঙ্গল বর্ডারে নাকা চেকিং চলাকালীন এই ঘটনা ঘটে। বাংলা উড়িষ্যা আন্তঃরাজ্য সোনাকনিয়া বর্ডারে দাঁতন থানার পক্ষ থেকে যে নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে সেখানে পুলিশ তৎপর থাকায় গাড়িগুলি পশ্চিম মেদিনীপুরে ঢুকতে পারেনি! সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার রাতে অভিনব পদ্ধতিতে মাল বোঝাই লরিতে করে গরু পাচার করা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, “এলাকার কিছু দালালরা এর সঙ্গে জড়িত। প্রায়ই এই ধরনের পাচারের ঘটনা ঘটে!” তবে এবার গোপন সূত্রে খবর পেয়ে, দাঁতন তথা পশ্চিম মেদিনীপুরে ঢোকার আগেই সতর্ক হয়ে যায় পুলিশ। নাকা চেকিংয়ের কিছুটা আগেই এই ট্রাকগুলিকে আটকে দেওয়া হয়। তবে, গরুগুলি উড়িষ্যার ভদ্রক থেকে দাঁতন থানা পেরিয়ে বেলদার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্বীকার করেছেন গাড়ির চালকরা। স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় গরুর গাড়িগুলিকে বাংলায় ঢুকতে বাধা দেয় পুলিশ। মধ্যরাতেই জলেশ্বর থানার পুলিশ আটটি গরু বোঝাই ট্রাক আটক করে ফেরত নিয়ে যায়। ঘটনা নিয়ে সরব হয়েছেন দাঁতন বিধানসভার তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। তাঁর দাবি, “ভিনরাজ্য থেকে যে গরু পাচার করা হচ্ছিল তা প্রমাণিত। বাংলা তথা পশ্চিম মেদিনীপুরের (দাঁতন থানার) পুলিশ তা রুখে দিয়েছে। সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।” তিনি এর পেছনে স্থানীয় এক বিজেপি নেতা’র হাত রয়েছে বলেও দাবি করেছেন। তার বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন বিধায়ক। এই বিষয়ে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস জানিয়েছেন, “এর সঙ্গে শাসকদল তৃণমূলের এক বা একাধিক নেতা জড়িয়ে আছে। বেলদা আসার কথা ছিল গাড়িগুলির। আমরা নিশ্চিত আগেও এসেছে। পশ্চিম মেদিনীপুর দিয়ে ঢুকিয়ে তা হয়তো বাংলাদেশে বা অন্য কোথাও পাচার করা হতো! এবার হয়তো পুলিশের সাথে ঠিকঠাক রফা হয়নি বা ইডি-সিবিআই এর ভয় থাকায় পুলিশ আটকে দিয়েছে। এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। গুরু পাচার কাণ্ডে যেভাবে একের পর এক তৃণমূল নেতা ধরা পড়ছে এবং জেল খাটছে, তাতে এই বিষয়টিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে আসা উচিত।” যদিও, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার শনিবার দুপুরে জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরে ঢুকতেই পারেনি গাড়িগুলি। বেলদা বা অন্য কোনো জায়গায় যাওয়ার জল্পনা তাই ঠিক নয়।

Advertisement:

News Desk

Recent Posts

Midnapore: “মন্ত্রীসভাকে বাঁচালে, আমাদের কেন নয়?” সুপ্রিম শুনানির আগেই মেদিনীপুরে মোক্ষম প্রশ্ন ‘যোগ্য’ শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…

2 days ago

Midnapore: শালবনীতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস! মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…

2 days ago

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

3 days ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

4 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

6 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

7 days ago