তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩ অক্টোবর: কয়েকদিন ধরে টানা বৃষ্টি, আর সেই বৃষ্টির কারণেই মঙ্গলবার সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের শ্যামগঞ্জ গ্রামে ভেঙে পড়ল একটি বাড়ি। নুর মহম্মদ আলী নামে এক ব্যক্তির একটি তিন তলা মাটির বাড়ি সোমবার ভোররাতে গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পরিবারের সদস্যরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

thebengalpost.net
ভেঙে পড়ল মাটির বাড়ি :

পরিবারের সদস্য ও এলাকার মানুষজনদের দাবি, ঘটনার সময় বাড়ির সদস্যরা বাড়ি থেকে বেরিয়ে আসতে পারলেও বাড়ির সমস্ত আসবাবপত্র চাপা পড়ে যায় বাড়ির নিচে। বর্তমানে গৃহহীন পরিবারের সদস্যরা। এদিকে পরিবারের অভিযোগ, বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও মেলেনি আবাস যোজনার বাড়ি। যে কারণেই এতোবড়ো দুর্ঘটনা! যদিও, এই ঘটনায় খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বুলটি বাঙাল এসে উপস্থিত হন ঘটনাস্থলে। তিনি জানান, “প্রধান সহ প্রশাসনের অন্য আধিকারিকদের জানানো হয়েছে আমরা পরিবারটির পাশে আছি এবং সর্বতভাবে সহযোগিতার আশ্বাস দিচ্ছি।” এলাকার মানুষের আবেদন, প্রশাসনের আধিকারিকরা উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। একইসঙ্গে, গ্রামে এই ধরনের যে সমস্ত মাটির বাড়িগুলি ঝুঁকিপূর্ণ ভাবে দাঁড়িয়ে আছে, তাদের জন্য আবাস যোজনার বাড়ির ব্যবস্থা করা হোক।