তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ‘দুয়ারের রেশন’ এর পরিবর্তে, রেশন ডিলারের ‘দুয়ার’ থেকেই দেওয়া হচ্ছে রেশন। মানা হচ্ছেনা সরকারী বিধি। রেশন ডিলারের বিরুদ্ধে তাই চরম ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা। এমনই অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের শ্রীনগরের রেশন ডিলার শক্তি চৌধুরীর বিরুদ্ধে। রেশন গ্রাহক বা উপভোক্তাদের অভিযোগ, রেশন ডিলার শক্তিপদ চৌধুরী বেশ কয়েক মাস ধরে ‘দুয়ারে রেশন’ প্রকল্প বন্ধ করে দিয়েছেন। প্রকল্প শুরু হওয়ার সময় কয়েকদিন দিয়েছিলেন দুয়ারে রেশন, তারপর থেকেই তিনি পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। সবাই সরকারি নিয়ম মানলে, উনি কেন মানবেন না, শনিবার এই নিয়েই ক্ষোভ দেখালেন রেশন নিতে আসা সাধারণ মানুষ।
বিষয়টি নিয়ে এদিন বেশ অস্বস্তিতে পড়ে যান ডিলার শক্তিপদ চৌধুরী। ক্যামেরার সামনে কিছু বলতেও চাননি! তবে, ক্যামেরার বাইরে, তিনি নিজের ‘মনের কথা’ (বা, ‘মনগড়া কথা’) বলেছেন! তাঁর সাফাই, তাঁর মেয়ের বিয়ে দিয়েছিলেন অন্যত্রে। সম্প্রতি, মাস তিনেক আগে তাঁর মৃত্যু হয়েছে। তাই, মন ভালো না থাকার কারণে, দুয়ারে রেশন কয়েক দিন বন্ধ আছে, দ্রুত চালু হয়ে যাবে! বিষয়টি দুঃখের হলেও, মনখারাপের সঙ্গে ‘দুয়ারে রেশন’ প্রকল্প বন্ধ থাকার সম্পর্ক কি গ্রামবাসীরা মেলাতে পারছেন না! তাঁদের প্রশ্ন, মাসের পর মাস বাড়ি থেকে রেশন দেওয়া কিংবা বাকি সমস্ত কাজ-ই করছেন, ‘দুয়ারে রেশন’ দিতে গেলেই মনের উপর চাপ পড়ছে? এবিষয়ে, চন্দ্রকোনা ১ নং ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, “সরকারী নিয়ম অনুযায়ী দুয়ারে রেশন সকল ডিলারকে দিতে হবে। কেউ যোদি এই নিয়ম না মানেন, তাঁর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। খাদ্য দফতরকে বিষয়টি দেখতে বলা হয়েছে।”