তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩ মার্চ: যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার এবং পুলিশের সামনেই রাজ্য সড়কের উপর ‘আড়াআড়ি’ করে বাস দাঁড় করিয়ে দিয়ে রীতিমতো ‘দাদাগিরি’ দেখানোর চেষ্টা করল বাস চালক ও দুই খালাসী (হেলপার)। বুধবার বিকেলের এই ঘটনায় তীব্র যানজট তৈরি হয় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের উপর ঘাটাল এলাকায়। যানজটে আটকে পড়া যাত্রীরা ঘটনার প্রতিবাদ করতে গেলে, নিজেকে তৃণমূল নেতা বলে দাবি করে ওই চালক। সে মদ্যপ ছিল বলেও অভিযোগ। এক যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে, পুলিশ ওই বাসের চালককে ধমক দেয়; তারপরই ওই বেয়াদব বাস চালক এই কান্ড ঘটায় এবং নিজেকে তৃণমূল নেতা পরিচয় দিয়ে পুলিশকেও হুমকি দেয়! যদিও, পুলিশ তাতে কর্ণপাত না করে, অভিযুক্ত ওই চালক ও দুই বাস কর্মীকে আটক করেন এবং রাজ্য সড়ক যানজটমুক্ত করেন।
জানা যায়, এদিন ঘাটাল থেকে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাসে, ঘাটালের এক যাত্রী বাসে উঠে যখন সিটে বসতে যান, সেই সময় বাসের চালক ও কর্মীরা ওই যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে। এমনকি মদ্যপ চালকের সাথে হাতাহাতি লেগে যায় বাসযাত্রীর। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ এসে বাসচালককে ধমক দিলে, বাসচালক রাজ্য সড়কের উপর যাত্রীবাহী বাসকে আড়াআড়ি দাঁড় করিয়ে অবরুদ্ধ করে দেয় রাজ্য সড়ক। দেখা দেয় যানজট। এরপর, ঘাটাল থানা থেকে বিশাল পুলিশবাহিনী এসে বাস চালক সহ তিনজন বাস কর্মীকে আটক করেন। বাসটিকেও আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।