দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি:’বিতর্ক’ আর ‘দিলীপ ঘোষ’ যেন সমার্থক! তাঁর কথাবার্তা, কান্ডকারখানা সবকিছু ঘিরেই যেন থাকে বিতর্কের ছোঁয়া। এবার, করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেও ফের তাঁর আচরণ ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক। সোমবার সকালেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ দাবি তুলেছিলেন গঙ্গাসাগর মেলা বন্ধ করার জন্য, আর এদিন বিকেলেই নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি গ্রামীণ মেলার উদ্বোধন করলেন মেদিনীপুরের সাংসদ। আর তাঁর এই কান্ড ঘিরেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বিতর্ক! দিলীপ-কে এজন্য কটাক্ষ করতেও ছাড়েননি বিরোধী শিবিরের লোকজন।

thebengalpost.net
মেলার উদ্বোধন:

প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ সোমবার কেশিয়াড়ি বিধানসভার কলাবনীতে ১০ দিন ব্যাপী চলা কলাবনী গ্রামীণ মেলার ফিতে কেটে উদ্বোধন করেন। এদিকে, করোনা সংক্রমণে রাশ টানতে সোমবার থেকেই রাজ্য জুড়ে লাগু হয়েছে এক গুচ্ছ বিধিনিষেধ। যেকোন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ৫০ জনের অধিক জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আর, সেই সময়ে মেলা-খেলার উদ্বোধন ঘিরে স্বভাবতই বিতর্ক আছে! সর্বোপরি, মেদিনীপুরের সাংসদ স্বয়ং সোমবার সকালে বেলদাতে একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে ‘গঙ্গাসাগর মেলা’ বন্ধ করার দাবি তুলেছিলেন! তার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে নিজের ‘দায়িত্ব’ আর ‘বক্তব্য’ ভুলে গিয়ে কিভাবে গ্রামীণ মেলার উদ্বোধন করলেন, সেই প্রশ্নই তুলছেন সিপিআইএম, তৃণমূলের কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষও! যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না দিলেও, দিলীপ ঘোষ কেশিয়াড়ির মঞ্চে দাঁড়িয়ে জানিয়েছেন, “গ্রামীণ মেলা গ্রামীণ অর্থনীতির আসল উৎস। তাই গ্রামীণ মেলা চলতে থাকুক।”

thebengalpost.net
মেলায় ভিড় :