দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ এপ্রিল:মরশুমের প্রথম কালবৈশাখী একদিকে যেমন স্বস্তি বয়ে নিয়ে এলো পশ্চিম মেদিনীপুর সহ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। ঠিক তেমনই ঝড়ের দাপটে‌ খড়্গপুরে প্রাণ হারালেন এক বাইক আরোহী। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে, খড়্গপুরের বারবেটিয়া-জামনা রাজ্য সড়কে। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ খড়্গপুর গ্রামীণের গোপীনাথপুর এলাকার যুবক অনুপ হুই (৩২) বাইকে করে ফিরছিলেন নিজের বাড়ির দিকে। সেই সময়ই ভেঙে পড়ে জাতীয় সড়ক ও রাজ্য সড়কের লোকেশন মার্কিং লোহার তোরণ। জাতীয় সড়ক সংলগ্ন চাঙ্গুয়াল এলাকায় এই লোহার তোরণ ভেঙ্গে তার নিচে চাপা পড়ে যান ওই যুবক! ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে।

thebengalpost.net
বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল :

এরপরই, ঘটনাস্থলে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ পৌঁছে যুবকের মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে দেহ পাঠিয়ে দেয়। ঘটনায়, সাময়িক সময়ের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খড়গপুর-জামনা রাজ্য সড়কে। পুলিশ তোরণ ও ভেঙে পড়া গাছপালা সরিয়ে রাজ্য সড়ক পরিষ্কার করেন। এদিকে, খড়্গপুর গ্রামীণের গোপালী এলাকাতেও গাছের ডাল ভেঙে এক বাইক আরোহী’র পা ভেঙে যায় বলে জানা গেছে। অন্যদিকে, কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড হয় মেদিনীপুর শহরও। শহরের কলেজ কলেজিয়েট রোডে রাস্তার উপর থাকা বাঁশের গেট ভেঙে পড়ে বেশকিছুক্ষন বন্ধ হয়ে যায় যান চলাচল। এছাড়াও, কোতোয়ালী থানা এলাকায় বড় গাছ ভেঙে পড়ে। বিদ্যুতের তার ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। পরে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, জঞ্জাল বিভাগের সিআইসি সুসময় মুখার্জি-র উপস্থিতিতে এবং পৌর কর্মীদের তৎপরতায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হয়। ভেঙে পড়া বাঁশের তোরণ-ও সরানো হয় রাস্তা থেকে।

thebengalpost.net
খড়্গপুরে লোহার তোরণ ভেঙে মৃত্যু:

thebengalpost.net
মেদিনীপুর শহরে ভেঙে পড়ে বাঁশের তোরণ :