দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট: ঠিক যেন ৯ মাস আগের ঘটনারই পুনরাবৃত্তি! ২০২২ সালের ১৬ নভেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ভাদুতলা সংলগ্ন মুড়াগেড়িয়ার জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার করেছিল পুলিশ। খুন করার পর প্রমাণ লোপাটের জন্য ওই মহিলার মুখমণ্ডল সহ শরীরের বেশ কিছু অংশ পুড়িয়ে দিয়েছিল দুষ্কৃতী। প্রায় ১০ দিন পর ওই বছর ৩৫’র ওই মহিলার নাম-পরিচয় উদ্ধার করেছিল শালবনী থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছিল খুনিকেও। ওই মহিলা (গৃহবধূ) দাসপুর থানার একটি গ্রামের বাসিন্দা ছিলেন। এক যুবকের সঙ্গে ‘অবৈধ’ সম্পর্কে জড়িয়ে, টাকা-পয়সার লেনদেনজনিত কারণেই তাঁকে খুন হতে হয়েছিল বলে পুলিশ সেই সময় জানিয়েছিলেন। বুধবার (৩০ আগস্ট), রাখি পূর্ণিমার দিন সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কুঁয়াপুর ও বালা সংযোগকারী গ্রামীণ রাস্তার পাশে সদ্য রোয়া ধান জমি থেকে এক মহিলার গলা-কটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাতেও ঘনীভূত হচ্ছে রহস্য!

thebengalpost.net
ঘটনাস্থলে পুলিশ:

বুধবার বিকেল অবধি বছর ৩০-৩৫’র ওই মহিলার নাম-পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনায় এখনও অবধি কাউকে গ্রেফতারও করা সম্ভব হয়নি। তবে, ঘটনাটি যে ‘খুন’, প্রত্যক্ষদর্শী থেকে পুলিশ- প্রাথমিক অনুমান ঠিক তেমনটাই। মহিলার শাঁখা-পলা সহ পোশাক-আশাক এবং চেহারা দেখে গ্রামবাসীদের তথা প্রত্যক্ষদর্শীদের অনুমান, “ভালো পরিবারেরই কোনও গৃহবধূ হতে পারেন!” এই রহস্য-মৃত্যুর ঘটনায় জেলা পুলিশের তরফে বিভিন্ন থানায় খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে, আশেপাশের কোন থানা থেকেই এখনো পর্যন্ত তদন্তের ক্ষেত্রে ইতিবাচক কোন ইঙ্গিত মেলেনি বলেই জানা গেছে। কোনও মহিলা বা গৃহবধূ-র নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগও এখনও পর্যন্ত সামনে আসেনি বলেই জানা গেছে। তবে, দ্রুত রহস্য উদ্ধার করা সম্ভব হবে বলেই পুলিশের তরফে আশা প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, অন্যান্য দিনের মতোই আজ (বুধবার) ভোরেও এই রাস্তা দিয়ে কিছু মানুষ ব্যবসা করতে যাওয়ার সময়, ধান জমিতে পড়ে থাকা ওই রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। সামনে গিয়ে দেখতে পান মহিলার গলা একেবারে ক্ষতবিক্ষত! টাটকা রক্তের দাগ থেকে তাঁরা বুঝতে পারেন, মঙ্গলবার গভীর রাতে বা বুধবার ভোররাতে ঘটনাটি ঘটানো হয়েছে। তারপর, ফেলে দেওয়া হয়েছে ধান জমিতে। কয়েকজন গ্রামবাসী বললেন, “রাস্তার উপরেই খুন করে মনে হচ্ছে জমিতে ফেলে দেওয়া হয়েছে। তবে, আমাদের আশেপাশের গ্রামের মহিলা নয় বলেই খবর পেয়েছি।” ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জেলা পুলিশের এক আধিকারিক বুধবার বিকেলে জানিয়েছেন।

thebengalpost.net
এলাকায় চাঞ্চল্য: