Recent

Midnapore: “বাবা-মা বলে গেল কিছুক্ষণের মধ্যে আসছি, তারপর আর ফিরলনা!” মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ ঘটনা, ঘটনাস্থলে জেলা পুলিশের বিশাল বাহিনী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ অক্টোবর: মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ ঘটনা! প্রাতঃকৃত্য (বা, শৌচকর্ম) করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক দম্পতির। বুধবার কাকভোরে দেহ উদ্ধার হল বাড়ির অদূরে পুকুর পাড় থেকে। অভিযোগের তীর স্থানীয় গ্রাম পঞ্চায়েতের (পঞ্চায়েত সদস্যের) দিকে! মাছ চুরি রুখতে তিনি পুকুর পাড়ে বিদ্যুতের তার বিছিয়ে রেখেছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত পলাতক! ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা থাকায় জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায় বুধবার সকাল থেকেই। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে পাঁচখুরি ২ নং অঞ্চলের (কোতোয়ালী থানার অন্তর্গত) মোড়কা গ্রামে। মৃত দম্পতির নাম যথাক্রমে- বাপী মান্ডি (৩৬) এবং মংলী মান্ডি (৩৪)। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের নাম- সেখ সৈয়দ আলী। মৃত দম্পতির বড় ছেলে বছর ১৮’র বাপ্পা মান্ডি জানান, “গতকাল (মঙ্গলবার) রাতে বাবা-মা বলে যায়, কিছুক্ষনের মধ্যে আসছি। কিন্তু, তারপর আর ফেরেনি!” বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করলে, বুধবার ভোররাতে বাড়ির অদূরে ধানজমির মাঝে পুকুর থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার হয়।

ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী:

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচখুরি ২ নং অঞ্চলের পঞ্চায়েত সদস্য সেখ সৈয়দ আলী তাঁর পুকুরে বিদ্যুতের তার দিয়ে ঘিরে রেখেছিলেন। পুকুর থেকে মাছ চুরি আটকাতেই এই ধরনের কাণ্ড করেছিলেন বলে প্রাথমিক অনুমান। তবে, এই বিষয়ে তিনি এলাকাবাসী বা আশেপাশের মানুষজনকে কিছুই জানাননি বা সতর্ক করেননি বলে অভিযোগ। যার ফলশ্রুতিতে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ। তবে, ক্ষুব্ধ গ্রামবাসীরা মৃতদেহ নিয়ে যেতে বাধা দেন পুলিশকে। এরপরই, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) পিনাকী দত্তের নেতৃত্বে দু’জন DSP সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে। গ্রামবাসীদের আশ্বস্ত করার পর, বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনায় উত্তেজনা যথেষ্ট রয়েছে এলাকায়। বসানো হয়েছে পুলিশ পিকেট। অন্যদিকে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সেখ সৈয়দ আলী। ঘটনার পরই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে ভাংচুর চালান এবং রাজ্য সড়ক অবরোধ করে দোষী ব্যাক্তির গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। অপরদিকে, জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি জানিয়েছেন, “ঘটনায় যদি কেউ দোষী হয়, পুলিশ অবশ্যই সঠিক তদন্ত করে, তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। এমনটাই আমাদের বিশ্বাস।”

পুকুর পাড় থেকে দেহ উদ্ধার:

এলাকায় উত্তেজনা:

Advertisement:

News Desk

Recent Posts

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

3 hours ago

Midnapore: “আবার বিপ্লব হবে!” মেদিনীপুরের মাটি ছুঁয়ে শপথ চাকরিহারা শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: "আমি যদি অযোগ্য হই...যান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে…

4 days ago

Midnapore: কোনো স্কুলে ৮ জন, কোনো স্কুলে ৬ জন শিক্ষকের চাকরি বাতিল! “গ্রামের স্কুলগুলো শেষ হয়ে গেল”, আর্তনাদ মেদিনীপুরের প্রধান শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: সুপ্রিম রায়ে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর…

5 days ago

Supreme Court: হাইকোর্টের রায় বহাল রেখে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩ এপ্রিল: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ই বহাল রাখল দেশের সর্বোচ্চ…

6 days ago

Midnapore: মেদিনীপুরে ‘রক্তপাতহীন’ শিকার উৎসবই চ্যালেঞ্জ! বিশাল বাইক র‌্যালি থেকে দেওয়া হল বার্তা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: জঙ্গলমহল এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে আদিবাসীদের শিকার…

7 days ago

Medinipur: বার্ষিক পুজো ও মহামেলা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের ঢল মাদপুরের মনসা মন্দিরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: দেবীর কোনও বিগ্রহ বা মূর্তি নেই। মাঠের…

1 week ago