Recent

West Midnapore : ‘অন্ধকার’! পশ্চিম মেদিনীপুরের সরকারি হাসপাতালে জ্বলছে মোমবাতি, গরমে স্যালাইন হাতে বাইরে রোগীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মে:অন্ধকার! জ্বলছে মোমবাতি কিংবা কেরোসিনের বাতি বা ল্যাম্প। গরমে হাঁসফাঁস করছেন রোগীরা! স্যালাইন হাতে রোগীরা তাই বাইরে বেরোতে বাধ্য হলেন। ঠিকাদার সংস্থা’র বিল বকেয়া প্রায় ১৮ লক্ষ টাকা। তার উপরে হাসপাতালের নিজস্ব জেনারেটর খারাপ। মেরামত করতে লাগবে ৬০ থেকে ৭০ হাজার টাকা। কিন্তু, টাকা কোথায়? ব্লক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, বিষয়টি নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলা হচ্ছে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের।

চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল:

জানা যায়, চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের উপর শুধু চন্দ্রকোনা নয়, আশেপাশের গড়বেতা, কেশপুর সহ বেশ কিছু ব্লকের মানুষ নির্ভরশীল। গুরুত্বপূর্ণ এই হাসপাতালে রয়েছে সিজারিয়ান ব্যবস্থা। কিন্তু, এমনই গুরুত্বপূর্ণ হাসপাতলে ইলেকট্রিক চলে গেলে, অন্ধকারে আচ্ছন্ন হয় হাসপাতালের ওয়ার্ড। কিন্তু, কেন বন্ধ জেনারেটর? খোঁজ খবর নিয়ে জানা যায়, হাসপাতালে রয়েছে দু’টি জেনারেটার, একটি হাসপাতালের নিজস্ব, অপরটি, ঠিকাদারি সংস্থার। কিন্তু, তারপরেও বিদ্যুৎ চলে গেলে হাসপাতাল চত্বর অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে। দীর্ঘদিন ধরেই এই পরিস্থিতি চলছে। এদিকে, শুধু অন্ধকারই নয়, এই প্রচন্ড গরমের মধ্যে হাঁসফাঁস করতে হচ্ছে রোগীদের। রোগীর পরিবার থেকে শুরু করে এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারা যায়, বিদ্যুৎ চলে গেলে হাসপাতাল চত্বর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। স্যালাইন হাতেই হাসপাতালের বাইরে বেরিয়ে আসেন রোগীরা, একটু বাতাস পাওয়ার জন্য! এতেই ক্ষোভে ফুঁসছেন রোগীরা।

অন্ধকার ওয়ার্ডে:

কিন্তু, বিদ্যুৎ চলে গেলে কেন হাসপাতাল চত্বর অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়? কেন এই বেহাল অবস্থা? এই সমস্যার কথা স্বীকার করেছেন, চন্দ্রকোনা হাসপাতালে বিএমওএইচ স্বপননীল মিস্ত্রি। তিনি বলেন, “আমি এই হাসপাতালে নতুন এসেছি। ঠিকাদার সংস্থা’র ১৮ লক্ষ টাকা বিল বকেয়া আছে বলে জেনেছি। এদিকে, হাসপাতালের নিজস্ব জেনারেটরও সারাতে ৬০-৭০ হাজার টাকা লাগবে। বিষয়টি জানানো হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরকে।” জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা জানিয়েছেন, “বিষয়টি রাজ্য স্বাস্থ্য দপ্তরের নজরে আনা হয়েছে। এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।”

News Desk

Recent Posts

Midnapore: “মন্ত্রীসভাকে বাঁচালে, আমাদের কেন নয়?” সুপ্রিম শুনানির আগেই মেদিনীপুরে মোক্ষম প্রশ্ন ‘যোগ্য’ শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…

2 days ago

Midnapore: শালবনীতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস! মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…

2 days ago

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

3 days ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

4 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

6 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

7 days ago