thebengalpost.net
প্রতীকী ছবি :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর:সাত সকালেই পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাদুতলা সংলগ্ন চৈতার জঙ্গল থেকে এক মহিলার অগ্নিদগ্ধ ও বিবস্ত্র (‘নগ্ন’) মৃতদেহ উদ্ধার করল শালবনী থানার পুলিশ। তবে, মহিলার নাম-ঠিকানা এখনও জানা যায়নি। বয়স আনুমানিক ৩০-৩৫। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। সোমবার সকালের এই ঘটনা-কে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে! প্রাথমিক অনুমান, খুন করে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে মহিলার শরীরে। পুলিশ তদন্ত শুরু করেছে।

thebengalpost.net
উদ্ধার মৃতদেহ, ঘটনাস্থলে পুলিশ :

সূত্রের খবর অনুযায়ী, সোমবার সকালে স্থানীয় লোকজন জঙ্গলে পাতা কুড়োতে যাওয়ার সময় ভাদুতলার জঙ্গলে মৃতদেহটি দেখতে পায়। খবর দেওয়া হয় শালবনী থানায়। ঘটনাস্থলে পৌঁছয় শালবনী থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। অজ্ঞাত পরিচয় মহিলার নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু করেছে শালবনী থানা। তবে, সম্পূর্ণ বিবস্ত্র (নগ্ন) মহিলার অর্ধদগ্ধ দেহ দেখে প্রাথমিক অনুমান কেউ বা কারা পাশবিকভাবে হত্যা করেছে বছর ৩০-৩৫ এর মহিলাকে! ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে বলে পুলিশ জানিয়েছে। শালবনীর মতো শান্ত এলাকায় এই ধরনের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

thebengalpost.net
প্রতীকী ছবি :