দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: সুসজ্জিত বাইক ও টোটো র‌্যালির মধ্য দিয়ে সোমবার সন্ধ্যায় প্রচারে ঝড় তুললেন BJP প্রার্থী শুভজিৎ রায় ওরফে বান্টি। এদিন সকালে মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া ও চাঁদড়া অঞ্চলে প্রচার চালানোর পর, সন্ধ্যায় জেলা শহর মেদিনীপুরের ৩, ৪ ও ২৫ নং ওয়ার্ডে সুসজ্জিত বাইক ও টোটো র‌্যালির মধ্য দিয়ে প্রচার করেন বিজেপি প্রার্থী। ছিল ব্যান্ড পার্টিও। শহরের সিপাইবাজার, দেশবন্ধুনগর, উদয়পল্লী, নেপালীপাড়া প্রভৃতি এলাকায় প্রচার চলাকালীন রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা উৎসাহী জনতার সঙ্গে জনসংযোগ করেন এবং ভোট প্রার্থনা করেন BJP প্রার্থী। প্রচারের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। তিনি বলেন, “আমাদের এক গ্রাম পঞ্চায়েত সদস্যের দাদা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চাকরি (চুক্তিভিত্তিক) করেন। তাঁকে তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, যদি তাঁর ভাই প্রচারে বেরোয়, তাহলে তাঁর চাকরি আর থাকবে না! সেইসঙ্গে ওই বুথে যারা যারা প্রচারে বেরোবে, তাদের বিরুদ্ধে ভোটের পরেই মামলা দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এভাবেই সন্ত্রাস করে তৃণমূল আমাদের কর্মীদের রুখে দিতে চাইছে।” যদিও, মানুষ এই সন্ত্রাস রুখে দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ভোটদান করবে বলে আশাবাদী শুভজিৎ। প্রচারে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলেও এদিন সন্ধ্যায় দাবি করেছেন।

thebengalpost.net
বিজেপি প্রার্থীর প্রচার:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

অন্যদিকে, বিজেপি প্রার্থীর এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি তথা প্রার্থী সুজয় হাজরা বলেন, “আমি প্রার্থী হিসেবে যেখানে যাচ্ছি সেখানেই বলছি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। কিন্তু, ভোট কাকে দেবেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। সেখানে আমার অজান্তে আমাদের দলের কেউ এরকম হুমকি দেবে, এটা কখনোই হতে পারে না! আসলে বিজেপি প্রচার করার লোকটাও পাচ্ছে না। ইভিএম কমিশনিং এর জন্যও বাইরে থেকে লোক আনতে হচ্ছে। তাই, হীনমন্যতা থেকে এই সমস্ত কথা বলছে। অভিযোগের কোনও ভিত্তি নেই।”

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

অপরদিকে, তৃণমূলের নির্বাচনী কমিটির চেয়ারম্যান তথা খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় বলেন, “আমরা তো এতদিন ধরে প্রচার করছি, কোথাও বিজেপি-কে দেখতেই পাচ্ছি না। যাদের প্রচারেই দেখা যাচ্ছে না; তাদের আবার হুমকি দিয়ে তৃণমূলের কি লাভ! পুরোটাই ভিত্তিহীন এবং প্রচারের আলোয় থাকার জন্য অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। এরকম যদি সঠিক কোথাও কোনো অভিযোগ থাকে, আমরা নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা আগেই বলেছি, এই উপনির্বাচনে উৎসবের মেজাজে মানুষ ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে আমাদের প্রার্থী সুজয় হাজরাকে।” এ নিয়ে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের পাল্টা দাবি, তাঁরা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে সমস্ত অভিযোগ জমা করবেন।

thebengalpost.net
মেদিনীপুর শহরে প্রচার:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):