দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: এর আগে এগিয়ে এসেছিলেন সিপিআইএম সহ বামফ্রন্টের কর্মীরা, এগিয়ে এসেছিল জেলার কন্যাশ্রী-রাও। এবার এগিয়ে এলেন, যুযুধান বিজেপি দলের স্বয়ং বুথ সভাপতি এবং তাঁর সহকর্মীরা। দুয়ারে সরকারের শিবিরে উপস্থিত হয়ে, সাধারণ মানুষকে ফর্ম ফিলাপে সক্রিয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। শুধু তাই নয়, স্বাস্থ্যসাথী, কিষাণ বন্ধু সহ বিভিন্ন প্রকল্পগুলিকে প্রশংসায় ভরিয়ে দিলেন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের খাজরা এলাকার। ওই বুথ সভাপতি হলেন কালাচাঁদ মাহালা। তিনি খাজরা গ্রাম পঞ্চায়েতের আমগেড়িয়া সংসদের বুথ সভাপতি। শুক্রবার রীতিমত নিজের দলবল নিয়ে স্থানীয় খাজরা সতীশ চন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দুয়ারে সরকার শিবিরে উপস্থিত হন এবং বেঞ্চে বসে সাধারণ মানুষের ফর্ম ফিলাপ করে দেন। জিজ্ঞাসা করলে বলেন, “মানুষের যাতে উপকার হয় সেই জন্যই এসেছি।” কিন্তু, আপনার দলের শীর্ষ নেতৃত্ব তো দুয়ারে সরকারের নানা সমালোচনা করেছেন? কালাচাঁদের উত্তর- “আমার সেরকম কিছু জানা নেই। প্রকল্পগুলি থেকে মানুষ উপকৃত হচ্ছেন বলেই দলবেঁধে আসছেন। আমরা যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।” কিন্তু, এ নিয়ে বিতর্ক হবেনা তো দলে? তিনি বললেন, “বিতর্কের কিছু নেই। সাধারণ মানুষকে বিনা পারিশ্রমিকে সহযোগিতা করছি, এতে বিতর্কের কি আছে!”
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানা ভাবে “দুয়ারে সরকার” ও “লক্ষ্মীর ভান্ডার” এর সমালোচনা করেছেন! এমনকি, তাঁদের “যমের দুয়ারে সরকার” বলতেও শোনা গেছে। তবে, তাঁর দলের নীচু স্তরের কর্মীরা যে তাতে সহমত নন, এই ঘটনায় ফের একবার প্রমাণিত হল। এ নিয়ে ওই বিজেপি কর্মীদের বাহবা দিলেও, শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ করতে ছাড়লেন না, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি বললেন, “কি আর বলব! বিজেপির একজন বুথ স্তরের কর্মীর মাথায় যে বোধবুদ্ধি টুকু আছে, দিলীপ ঘোষদের মাথায় তা নেই! আর, পূর্ব মেদিনীপুরের ওই দুর্নীতিগ্রস্ত নেতা সম্পর্কে কিছু বলতে চাইনা। তবে, এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসার জন্য বিজেপির বুথ সভাপতি সহ ওই কর্মীদের ধন্যবাদ জানাই।” অপরদিকে, বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অরূপ দাস বললেন, “বিজেপি সিপিএম কংগ্রেস, যে দলের নেতাই হোক না কেন, একজন মানুষ হিসেবে, অন্য মানুষকে বিনা পারিশ্রমিকে সহযোগিতা করছেন, এটা বিতর্কের নয় বরং প্রশংসার! আমাদের দিলীপ বাবু’র বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। তিনি প্রকল্প নয় সরকারের প্রয়োগ নীতি নিয়ে সমালোচনা করেছেন। তিনি এও বলেছেন, ভালো প্রকল্প বা ভালো কাজকে আমরা সব সময় সমর্থন করি। তবে, তা নিয়ে রাজনীতি আর সাধারণ মানুষকে বোকা বানিয়ে রাখার প্রচেষ্টাকে আমরা সমালোচনা করি।”