দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (Avian influenza/Bird flu)। এই পরিস্থিতিতে আগামী দু’সপ্তাহের জন্য ওড়িশার মুরগি এবং ডিম বাংলায় আমদানি বা প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজ্য সরকার। আর তারপরই, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে ওড়িশা-বাংশা সীমান্তে দাঁতনের সোনাকোনিয়া এলাকায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে। রাজ্য সরকারের নির্দেশ মেনে প্রতিটি ট্রাকেই তল্লাশি চালানো হচ্ছে বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।
অপরদিকে, শুক্রবার থেকে ওড়িশা-খড়্গপুর লাইনের বিভিন্ন এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনেও কড়া নজরদারি চালানো হবে বলে জানানো হয়েছে খড়্গপুর জিআরপি’র তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, ওড়িশার বেশ কয়েকটি এলাকায় বার্ড-ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছড়িয়েছে বলে বৃহস্পতিবারই খবর পৌঁছয় রাজ্য সরকারের কাছে। আর তারপরই ওড়িশা থেকে ডিম কিংবা পোলট্রি মুরগির গাড়ি প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাজ্য সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের তরফে। রেলপথে বা ট্রেনে করেও ওড়িশার ডিম কিংবা মুরগি আমদানি করা যাবেনা বলে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও, এ রাজ্যে এখনও বার্ড-ফ্লু ছড়ায়নি, তাই রাজ্যের মধ্যে এসবের উপর কোনও নিষেধাজ্ঞা নেই।