দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৫ জানুয়ারি: প্রত্যাশামতোই ‘পদ্মভূষণ’ প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিবৃতি জারি করে তিনি নিজেই একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, “পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।” প্রসঙ্গত, ‘ভারতরত্ন’ সম্মানের জন্য রাজ্যের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর নাম ঘোষণা করা হয়েছিল, ২০০৮ সালে কংগ্রেস সরকারের আমলে। কিন্তু, তিনিও সেই সম্মান প্রত্যাখ্যান করেছিলেন। এখন, বুদ্ধবাবুও তাঁর পূর্বসূরির পথে হেঁটে ‘পদ্ম সম্মান’ প্রত্যখ্যান করলেন। এমনটা যে হতে চলেছে, তা শুরু থেকেই অনুমান করা হয়েছিল। পদ্ম সম্মানের কথা ঘোষণা হতেই সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বুদ্ধ বাবুর বাড়ির সঙ্গে কথা বলতে শুরু করেছিলেন বলে জানা যাচ্ছিল। তারপরেই বুদ্ধদেব ভট্টাচার্যের এই বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘পদ্ম সম্মান’ প্রত্যাখান করার বিষয়টি জানানো হয়। জানা গেছে, বামপন্থীদের এটাই রীতি! সেই রীতি মেনেই আপাদমস্তক ‘বামপন্থী’ বুদ্ধদেব বাবুও কেন্দ্রীয় সরকার প্রদত্ত এই ‘পুরস্কার’ প্রত্যাখ্যান করলেন।
উল্লেখ্য যে, ‘পদ্মভূষণ’ ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। ১৯৫৪ সালের ২ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয়। ভারতের অসামরিক সম্মাননাগুলির মর্যাদাক্রম অনুসারে এই সম্মাননার স্থান ‘ভারতরত্ন’ ও ‘পদ্মবিভূষণ’ এর পরে। তবে, পদ্মশ্রীর আগে। জাতির প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। জানা গেছে, একজন অসামান্য ব্যক্তিত্ব, লেখক, মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসেবে সমাজে তিনি তাঁর অবদান রেখেছেন বলেই ‘পদ্মভূষণ’এর জন্য তাঁর নাম ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স প্রায় ৭৮ (জ: ১ মার্চ, ১৯৪৪)। তিনি অসুস্থ এবং গৃহবন্দী। তা সত্ত্বেও এখনো তিনি বামপন্থী ও বামপন্থার অন্যতম পথপ্রদর্শক। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ৬ নভেম্বর ২০০০ থেকে ১৩ মে ২০১১ অবধি। তবে, দলীয় রীতি মেনে পূর্বসূরীদের জ্যোতি বসুর মতোই তিনি এই কেন্দ্রীয় পুরস্কার প্রত্যাখ্যান করলেন! এক্ষেত্রে, বামপন্থী মানুষজনদের যদিও বক্তব্য, “বুদ্ধবাবুর মতো ব্যক্তিত্ব-কে কোন পুরস্কারের বিনিময়েই পরিমাপ করা যায় না!” এ প্রসঙ্গে সমানভাবে উল্লেখ্য যে, ‘পদ্মশ্রী’ সম্মাননা ফিরিয়ে দিচ্ছেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। আজই (২৫ জানুয়ারি), বাংলার বিখ্যাত এই সংগীতশিল্পীর নাম ‘পদ্মশ্রী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…