Recent

Midnpaore: প্রার্থী ঘোষণার আগেই ‘ব্যালট বাক্স’ বসল বিজেপির মেদিনীপুর জেলা অফিসে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি: ব্যালট বাক্সে ভোটের পক্ষে প্রায়ই সওয়াল করতে শোনা গেছে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে। এবার, সেই ‘ব্যালট বাক্স’-কেই বেছে নিতে দেখা গেল মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বকে। তবে, তা প্রার্থী বাছাইয়ের জন্য! আর, আদতে এটি একটি ড্রপ বাক্স মাত্র। যদিও, এর কাজ অনেকটা ব্যালট বাক্সের মতোই! নাগরিকরা গোপনে তাঁদের মনের মতো প্রার্থী বেছে নেন ব্যালট বক্সের মাধ্যমে। শুধু প্রার্থী নয়, বেছে নেন পছন্দের দলটিকেও। আর, পুরোটাই হয় গোপনে! আর, বিজেপির এই ড্রপ বক্স এর মাধ্যমে নাগরিকরা নিজেদের মনের সুপ্ত ইচ্ছাই পূরণ করবেন। তবে, এবার আর প্রার্থী পছন্দের জন্য নয়, নিজেকেই প্রার্থী হিসেবে তুলে ধরার জন্য। বলার অবকাশ নেই, এক্ষেত্রে পছন্দের দলটি যদি হয় বিজেপি, তবেই মেদিনীপুরের সাধারণ নাগরিকরা এই সুযোগ পাবেন! স্বাভাবিকভাবেই, বিজেপির এই ড্রপবক্সের মাধ্যমে প্রার্থী বেছে নেওয়াকে, কটাক্ষ করেছেন বিরোধীরা। তবে, বিজেপিও পাল্টা যুক্তি খাড়া করে উত্তর দিয়েছে।

বিজেপির ড্রপ বক্স :

প্রসঙ্গত, এর আগে বিধানসভা নির্বাচনের সময়ও প্রার্থী বাছাইয়ের জন্য, বিজেপির রাজ্য সদরদপ্তরে বসানো হয়েছিল ড্রপ বক্স। এবার, সেই একই পদ্ধতিতে, রাজ্য বিজেপির নির্দেশেই ড্রপবক্স বসানো হলো জেলা সদর দপ্তরে। বিরোধীরা যতই কটাক্ষ করুক, জেলা বিজেপির যুক্তি, সর্বস্তরের মানুষকে সুযোগ দেওয়ার জন্যই এই ড্রপ বক্স বসানো হয়েছে। এ নিয়ে জেলা সহ সভাপতি অরূপ দাস জানিয়েছেন, “অনেক সুধী নাগরিকবৃন্দ থাকেন, যাদের মনে প্রার্থী হওয়ার ইচ্ছে আছে, কিন্তু প্রকাশ্যে তা বলতে পারেন না! এই সমস্ত লোকজনকে সমাজের প্রয়োজনে বিজেপি সুযোগ দিতে চায়। তাছাড়াও, এই দলে সবকিছুই গণতান্ত্রিক রীতি পদ্ধতি মেনে চলে। ‌ এখানে তৃণমূলের মতো লবিবাজি বা দুর্নীতি চলে না!” যদিও, বিজেপির এই যুক্তিকে উড়িয়ে দিয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “আসলে বিধানসভা নির্বাচনের পর, ‌ বিজেপির অনেক নেতাকর্মীই টাকার বিনিময় প্রার্থী হওয়ার দুর্নীতি ফাঁস করে দিয়েছিলেন! এক সাংসদও তা বলছেন প্রকাশ্যে। তাই, বিজেপিতে ড্রপবক্স বসাতে হচ্ছে। আর, দ্বিতীয়ত ওরা প্রার্থী পাবে কোথায়? পার্টি অফিসগুলিতেই কর্মী নেই। প্রার্থী পাচ্ছে না বলেও, বাধ্য হয়ে ড্রপবক্স বসাতে হয়েছে।” এ প্রসঙ্গে উল্লেখ্য যে, মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতির নেতৃত্বে, এদিন ফের খড়্গপুরের প্রায় হাজারখানেক বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগদান করেছে। সভাপতি সুজয় হাজরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ, কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ প্রমুখ।

তৃণমূলে যোগদান:

News Desk

Recent Posts

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

1 day ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

2 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

3 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

4 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

6 days ago

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

1 week ago