thebengalpost.net
মেদিনীপুর কোতোয়ালী থানা (প্রতীকী ছবি) :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: উৎসবের রাতে প্রকাশ্য রাস্তায় সাংবাদিকদের উপর হামলা ও মারধর করার ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হল। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের। সরস্বতী পুজো (৫ ফেব্রুয়ারি)’র রাতে ঘটনা-টি ঘটে মেদিনীপুর কলেজ স্কোয়ারের কলেজিয়েট স্কুলের সামনে। অবিভক্ত মেদিনীপুরের একটি সুপরিচিত দৈনিক পত্রিকা’র সাংবাদিক অরিজিৎ দাসের উপর হামলা চালানো হয় রাত্রি এগারোটা নাগাদ। সেই সময় কলেজ স্কোয়ারের বিখ্যাত সরস্বতী পূজা-কে কেন্দ্র করে বেশ ভালোই সমাগম ছিল। অরিজিৎ যখন ছবি তুলতে ব্যস্ত, পেছন থেকে শহরের দুই যুবক তাঁর উপর হামলা করে বলে অভিযোগ। এরপরই, উপস্থিত পুজো উদ্যোক্তা সহ কয়েকজন এসে তাঁকে উদ্ধার করে এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যায়। এরপরই, অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে থানায় এফআইআর (FIR) করেন অরিজিৎ। তবে, দুই যুবক পলাতক বলে পুলিশ সূত্রে জানা গেছে।

thebengalpost.net
মেদিনীপুর কোতোয়ালী থানা (প্রতীকী ছবি) :

এমনিতেই, সরস্বতী পুজোর রাতে মেদিনীপুর শহরে রাত্রি ১১ টা – ১২ টা অবধি ভিড় থাকে। এবারও তাই ছিল। কলেজিয়েট স্কুলের সামনে একটি মণ্ডপে ছবি তুলতে ব্যস্ত ছিলেন সাংবাদিক অরিজিৎ দাস। সেই সময়ই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। অরিজিৎ জানিয়েছেন, “আমি যখন ছবি তুলতে ব্যস্ত, সেই সময় আমি কিছু বুঝে ওঠার আগেই, দুই মদ্যপ যুবক আমার উপর প্রাণঘাতী হামলা চালায়। দু’জনই আমার পূর্ব পরিচিত। শহরের একটি জিমের মালিক সোমশুভ্র দাস এবং সম্রাট দাস এভাবে হামলা চালায়। উপস্থিত সকলে এসে আমাকে উদ্ধার করেন।‌ ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয়রাই আমাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।” খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালী থানার পুলিশও পৌঁছয়। কিছুটা স্বাভাবিক হওয়ার পর অরিজিৎ ওই যুবকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন। পুলিশের অনুমান, কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে হামলা চালানো হতে পারে! তবে, অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এখনও দুই অভিযুক্ত পলাতক বলে জানা গেছে।

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন) :