Recent

কুড়মি নেতাদের সঙ্গে ‘খালিস্তানি’-দের তুলনা অজিতের! পুড়ল কুশপুতুল; ‘পাশে নেই দল’ মেদিনীপুরে জানালেন সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ৭ মে: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে সামনে রেখে শনিবার মেদিনীপুর শহরে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের সাধারণ সভায় সাম্প্রতিক কুড়মি আন্দোলন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি ‘বেফাঁস’ মন্তব্য করে বসেন! ‘সচেতন’ কিংবা ‘আবেগতাড়িত’ হয়ে অজিত বলেন, “কুড়মিদের নিয়ে একটা অত্যন্ত নোংরা খেলা চলছে…কিছু স্ব-ঘোষিত কুড়মি নেতা স্বঘোষিত খালিস্তানিদের মতো…আমি জানিনা বিজেপি-সিপিএম তাদের উস্কানি দিয়ে দিল্লিতে কোন আন্দোলন করতে দিচ্ছে না। যা করার এই বাংলাকে অশান্ত করার চক্রান্ত চলছে।” তাঁর এই মন্তব্যের পরই সরগরম হয় রাজ্য রাজনীতি। ক্ষোভে ফুঁসতে থাকেন আপামর কুড়মি সম্প্রদায়ের লোকজন। লালগড় থেকে শালবনী, খড়্গপুর থেকে ঝাড়গ্রাম সর্বত্র প্রতিবাদের ঝড় উঠতে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক জঙ্গলমহলের একাধিক তৃণমূল কংগ্রেস নেতা, বিভিন্ন সংবাদমাধ্যমের দপ্তরে ফোন করে, অজিত মাইতি’র ওই বক্তব্যের ক্লিপিং চাইতে শুরু করেন। আর, তৃণমূলের ওই সভায় থাকা কিছু কুড়মি সম্প্রদায়ভুক্ত নেতা আবার শীর্ষ নেতৃত্বকে ফোন করে অজিত মাইতির বক্তব্যের বিরোধিতা করা শুরু করেন।

কুশপুত্তলিকা দাহ :

এরপরই, রবিবার সাতসকালে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শান্তনু সেন সাংবাদিকদের জানিয়ে দেন, “অজিত মাইতির মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। এর সঙ্গে, দলের কোন সম্পর্ক নেই।” দলের অবস্থান ‘স্পষ্ট’ করে তিনি এও জানান, “তৃণমূল কংগ্রেস কোনো সম্প্রদায়কেই অপমান করতে চায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের জন্যই কাজ করে চলেছেন।” যদিও, এর মধ্যেই রবিবার দুপুরে ঝাড়গ্রামের লালগড় সংলগ্ন কুরকুটশোল এলাকায় অজিত মাইতির কুশপুত্তলিকা দাহ করেন কুড়মিরা! এরপর, রবিবার সন্ধ্যায় একটি সাংবাদিক বৈঠক করে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরাও জানান, “জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর ও বিধায়কের এই মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁর এই মন্তব্যকে দল সমর্থন করে না। তৃণমূল দল মানবতাবাদে বিশ্বাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়মিদের অনেক দাবি মিটিয়েছেন। গতবছর একটা রিপোর্টও পাঠানো হয়েছে। ওঁরা (কুড়মিরা) যে জাস্টিফিকেশন (Justification) এর কথা বলছেন, তা নিয়েও আলোচনা চলছে। তবে, এর মধ্যে এই মন্তব্য (অজিত মাইতি’র মন্তব্য) কোন সমস্যার সমাধান করবেনা বলেই আমরা মনে করি।” তিনি এও জানান, “উনি তৃণমূলের বর্ষীয়ান নেতা। আশা করি উনি এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন। আমি নিজেও ওঁর সাথে কথা বলব।” তবে, রাত্রি দশটা পর্যন্ত এই বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি অজিত মাইতির তরফে। যদিও, দাসপুরের একটি সভায় তিনি জানিয়েছেন, “তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।” তবে, সেই সভাতেও ‘কুড়মিদের দেওয়ালে রাজনৈতিক প্রচার বন্ধ’ কর্মসূচির তীব্র বিরোধিতা করেন অজিত!

News Desk

Recent Posts

Midnapore: কুয়াশার চাদরে ঢাকল মেদিনীপুর! ‘দার্জিলিং’ খুঁজছেন শহরবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: কুয়াশার চাদরে ঢাকল শহর মেদিনীপুর! শনিবার সন্ধ্যার…

13 hours ago

Midnapore: “শুনে আনন্দিত হলাম বনশুয়োরের বাচ্চাটি শালবনী থেকে বিদায় নিতে চলেছে”; মন্ত্রী-পত্নীর ‘ভাইরাল’ পোস্ট ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: "শুনে আনন্দিত হলাম বনশুয়োরের বাচ্চাটি শালবনী থেকে…

19 hours ago

Medinipur: সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন, বিকেলে পুকুরে জাল ফেলতেই উঠে এল তরতাজা যুবকের দেহ! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেন নি। বিকেলে পুকুর…

1 day ago

Medinipur: ‘পুষ্পা’ নিয়ে বাড়াবাড়ি অথচ দেবের ‘খাদান’-এ অরুচি! খড়্গপুরের হলে প্রতিবাদ ভক্তদের; ফাটল বাজি, বাজল ঢোল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: গত ৫ ডিসেম্বর 'রেল শহর' খড়্গপুরের বোম্বে…

2 days ago

Biodiversity Park: প্রজাপতি উদ্যান, অভয় পুকুর থেকে রক ক্লাইম্বিং; শহর মেদিনীপুরের খুব কাছেই ‘বায়োডাইভার্সিটি পার্ক’

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: প্রত্যন্ত জঙ্গলমহলেও নজরকাড়া জীববৈচিত্র্য উদ্যান বা বায়োডাইভার্সিটি পার্ক (Biodiversity…

2 days ago

IIT Kharagpur: QS আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে সারা দেশের মধ্যে ‘দ্বিতীয়’ স্থান অধিকার করল IIT খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২০ ডিসেম্বর: কিউএস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং-২০২৫ (স্থায়িত্ব)- এ সারা দেশে…

2 days ago