thebengalpost.net
উদ্ধার হওয়ার পর পিংলার দনীচকের গৃহবধূ সুদেষ্ণা মাইতি (ছবি- সংগৃহীত) :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার সেই ‘নিখোঁজ’ হয়ে যাওয়া গৃহবধূকে তিনদিনের মাথায় উদ্ধার করল পুলিশ। নিজের ৫ বছরের সন্তানকে নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন বলে জানা যায়! গত ২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে পিংলা থানার গোবর্ধনপুরের দনীচক এলাকার সুদেষ্ণা মাইতি নামে ওই বছর তিরিশের গৃহবধূ তাঁর পাঁচ বছরের ছেলে রাজকুমার মাইতিকে সঙ্গে নিয়ে টিউশন পড়াতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। পিংলা থানার দ্বারস্থ হয় তাঁর পরিবার। তদন্তে নামে পুলিশ। শুক্রবার (২৪ ডিসেম্বর) অবশ্য সুদেষ্ণা নিজেই তাঁর বাপের বাড়িতে ফোন করে জানান, মেদিনীপুরের বাসিন্দা এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক আছে, তাঁকেই বিয়ে করে ফেলেছেন! এরপর, শনিবার (২৫ ডিসেম্বর) রাতে ওই গৃহবধূকে উদ্ধার করে পিংলা থানায় নিয়ে আসে পুলিশ। পিংলা থানার পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ওই গৃহবধূ ও তাঁর ছেলেকে গড়বেতা থানার কাদড়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। তারপর তাঁকে বাপের বাড়ির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে, সুদেষ্ণা মাইতি ডেবরায় নিজের বাপের বাড়িতে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

thebengalpost.net
পিংলার গৃহবধূ সুদেষ্ণা মাইতি (ছবি- ফেসবুক) :

ঘটনাসূত্রে জানা গেছে, সুদেষ্ণা’র স্বামী ভিনজেলায় (হাওড়ায়) কর্মরত। এই সুযোগেই তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক (Extra Marrital Affairs) গড়ে ওঠে বলে অনুমান। এর আগেও নাকি ওই গৃহবধূ একবার শ্বশুর বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন, সেবার অবশ্য নিজেই ফিরে এসেছিলেন। এবারও এক যুবকের সঙ্গে গড়ে ওঠে বিবাহ বহির্ভূত প্রেম বা পরকীয়ার সম্পর্ক। তাঁর হাত ধরেই বাড়ি চেয়েছিলেন। তবে, ওই গৃহবধূ তাঁর বাপের বাড়িতে নাকি একাধিকবার জানিয়েছিলেন, স্বামীর অনুপস্থিতিতে শ্বশুরবাড়ির সদস্যরা তাঁর উপর মানসিক অত্যাচার চালাত। সেই কারণেই এদিন পুলিশ উদ্ধার করে নিয়ে এলেও, পুলিশকে সুদেষ্ণা জানিয়েছেন, তিনি শ্বশুরবাড়ি ফিরতে চান না! আপাতত তাই বাপের বাড়িতেই আছেন তিনি। উল্লেখ্য যে, রাজমিস্ত্রিদের হাত ধরে পালিয়ে যাওয়া বালির নিশ্চিন্দা’র দুই গৃহবধূকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসার পর, তাঁদের আর ঘরে ফেরায়নি শ্বশুরবাড়ির লোকজন! এক্ষেত্রে পরিস্থিতি কোনদিকে যায়, সেদিকেই তাকিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাবাসী।

thebengalpost.net
উদ্ধার হওয়ার পর সুদেষ্ণা মাইতি (ছবি- সংগৃহীত) :

অন্যদিকে, রবিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫ টা – সাড়ে ৫ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৫ নং সারতা অঞ্চলের বীরকোটা গ্রামে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে সবং থানার পুলিশ। মাম্পি খাটুয়া নামে ১০ বছরের ওই নাবালিকার নিজের বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে জানা গেছে। সবং থানার পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছে ওই নাবালিকা। জানা গেছে, মোবাইল ব্যবহার নিয়ে পরিবারের সদস্যরা তাকে বকাবকি করার কারণেই সে আত্মঘাতী হয়েছে। তবে, ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত সন্ধ্যা নাগাদ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

thebengalpost.net
নাবালিকার দেহ উদ্ধার করল সবং থানার পুলিশ :