দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সদ্য আইটিআই পাস করে চেন্নাইতে একটি বেসরকারি সংস্থায় চাকরিও পেয়ে গিয়েছিল বছর ২০-র যুবক। সঙ্গে চলছিল স্নাতক স্তরের পড়াশোনাও। কয়েক দিনের ছুটি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার মকরামপুরের (নারায়ণগড় থানার) কোতাইগড়ে নিজের বাড়িতে এসেছিল অল্প বয়সেই পিতৃ-হীন উদয়। ছুটির মধ্যেই বুধবার (১১ অক্টোবর) খড়্গপুর গ্রামীণের গোকুলপুরে মামা বাড়িতে এসেছিল সে। সেখান থেকেই গিয়েছিল নিজের স্কুল গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যাভবনে। মামা বাড়িতে থেকে পঞ্চম-দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কুলেই পড়াশোনা করেছিল উদয় দাস। প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের চাকরির খবর দেওয়া এবং তাঁদের আশীর্বাদ নেওয়াই ছিল লক্ষ্য! ‘প্রিয়’ প্রাক্তন ছাত্রকে কাছে পেয়ে খুশি হয়েছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। তাঁদের সঙ্গে সাক্ষাত করে, বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ স্কুল থেকে বেরিয়েছিল হাসিখুশি, মিশুকে স্বভাবের এই মেধাবী যুবক। তার পর থেকেই ‘নিখোঁজ’ ছিল উদয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নারায়ণগড় থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন পরিবারের সদস্যরা। ‘বেশিক্ষণ’ অবশ্য পুলিশকে খোঁজাখুঁজি করতে হয়নি! রাত্রি ৮টা নাগাদ উদয় নিজেই ধরা দেয় জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে আমতলা ঘাটে। তবে ‘প্রাণ-হীন’ অবস্থায়! কোতোয়ালি থানার তরফে দেহ উদ্ধার করে রাত্রি ১১টা নাগাদ পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে।
গভীর রাতেই খবর পেয়ে মেদিনীপুর শহরে পৌঁছন উদয়ের আত্মীয়-পরিজন সহ গোকুলপুর স্কুলের কয়েকজন শিক্ষক। ওই স্কুলেরই শিক্ষক তথা মেদিনীপুর শহরের একজন সুপরিচিত সমাজকর্মী সম্বরন সামন্ত জানান, “অল্প বয়সেই বাবাকে হারিয়েছিল উদয়। তাই গোকুলপুরে, নিজের মামা বাড়িতেই মানুষ হয়েছে। বাড়িতে মা আর বছর ১৬-র বোন আছে। আমাদের স্কুলের সকলের প্রিয় ছাত্র ছিল উদয়। আইটিআই পাস করে, প্রথম ক্যাম্পাসিংয়েই চাকরি পেয়েছিল ও। চেন্নাই যাওয়ার পর থেকে নিয়মিত ফোনেও কথা হতো। বাড়িতে পৌঁছেই ছুটে এসেছিল স্কুলে, আমাদের সঙ্গে দেখা করতে। খুশি মনে স্কুল থেকে বেরোয়। তারপর আর ভাবতে পারছিনা, কোথা থেকে কি হয়ে গেল! ওর মানিপার্স আর পকেটে থাকা কিছু জিনিসপত্র দেখে ওকে সনাক্ত করি আমরাই।”
পরিবার, বন্ধুবান্ধব সহ কয়েকটি সূত্রে জানা গেছে, গোকুলপুর সংলগ্ন গ্রামেরই এক কলেজ পড়ুয়া ছাত্রীর সঙ্গে উদয়ের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বছর ১৯’র ওই ছাত্রীর পরিবারের তরফে নাকি তার বিয়ের জন্য তোড়জোড় শুরু করা হয়েছিল। এনিয়েই কোনও অশান্তির কারণে, চলতি সপ্তাহের মঙ্গলবার নাকি ওই তরুণী আত্মহত্যা করে! বুধবার দুপুরে সেই খবর পাওয়ার পরই উদয় কংসাবতী নদীতে ঝাঁপ দেয় বলে বিভিন্ন সূত্রের অনুমান। তবে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। শোকে কাতর উদয়ের পরিবার-পরিজন থেকে শুরু করে তার ‘প্রিয়’ গোকুলপুর স্কুলের শিক্ষক-শিক্ষিকারা!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১২ ডিসেম্বর: বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: ওই এলাকার পঞ্চায়েত সদস্য সিপিআইএমের। মঙ্গলবার এরিয়া…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর: শাল-মহুয়ার দেশ 'জঙ্গলমহল' পশ্চিম মেদিনীপুরের শালবনী। সেই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: তাঁর গানে মুগ্ধ শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal),…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের তথা পঞ্চায়েত…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৭ ডিসেম্বর:'রেল শহর' খড়গপুরে ফের চাঞ্চল্যকর ঘটনা! নিগৃহীত খোদ পৌরপ্রধান!…