দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ আসার পরই রেলপথ ও সড়ক পথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিলেন আদিবাসী কুড়মি সমাজের প্রধান উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। উল্লেখ্য যে, বুধবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর থেকে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি এবং পুরুলিয়ার কুস্তাউরে আদিবাসী কুড়মি সমাজের ঘোষিত রেলপথ ও জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি-কে আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়েছে। এই কর্মসূচি রোখার জন্য রাজ্য পুলিশ এবং রেল পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছিল। তবে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ আসার পরই অবশ্য নিজেদের রেলপথ ও জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় আদিবাসী কুড়মি সমাজ।
সমাজের মূলমান্থা বা প্রধান উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো অবশ্য হাইকোর্টের নির্দেশ মেনে নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সিআরআই কমেন্ট ও জাস্টিফিকেশন রিপোর্ট না পাঠানোর জন্য তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ভবিষ্যতেও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আগামী ৩০ সেপ্টেম্বর পুরুলিয়ার মানবাজারে সেই আন্দোলনের রূপরেখা তৈরি হবে বলে জানিয়েছেন তিনি। অপরদিকে, কলকাতা হাইকোর্টের এদিনের নির্দেশকে স্বাগত জানিয়েছেন শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিরোধীরাও। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানান, “হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাই। এই ধরনের কর্মসূচিতে জনজীবন বিপর্যস্ত হয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওঁদের দাবিকে মান্যতা দিয়ে সবকিছুই করেছেন, বাকিটা করবে কেন্দ্রীয় সরকার।”