Recent

বিনা মার্কিংয়ের বাম্পার, পরপর দু’টি দুর্ঘটনা! পথ অবরোধ শালবনীর বাঘমারিতে, উঠল পুলিশি আশ্বাসে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাদুতলা-পিড়াকাটা রাজ্য সড়কের উপর, বাঘমারি এলাকায় বুধবার সন্ধ্যা নাগাদ ঘটে যায় পরপর দু’টি পথ দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বাঘমারিতে যে বিনা মার্কিংয়ের বাম্পার করা হয়েছে, তা বুঝতে না পেরেই দুর্ঘটনার কবলে পড়েন দুই বাইক আরোহী। প্রথম দুর্ঘটনাটিতে এক শিশু পড়ে গিয়ে জখম হয় এবং পরের দুর্ঘটনাটিতে এক প্রৌঢ়া পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। দু’টি ক্ষেত্রেই ওই বাম্পারে ধাক্কা লেগে, নিয়ন্ত্রণ হারিয়ে বাইক পড়ে যায় রাস্তার উপর! তাই অবিলম্বে ওই বাম্পারে সাদা রং বা মার্কিং করার দাবি তুলে সন্ধ্যা ৬ টা নাগাদ পথ অবরোধ শুরু করেন এলাকাবাসী। কিছুক্ষণের মধ্যেই, ঘটনাস্থলে পৌঁছয় শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশ। ইনচার্জ আনন্দ মণ্ডল কথা বলেন অবরোধকারীদের সঙ্গে। আশ্বাস দেন, অবিলম্বে সাদা রং করে দেওয়া হবে এই রাস্তার উপর থাকা বাম্পারগুলিতে। এরপরই অবরোধ উঠে যায়।

পথ অবরোধ :

প্রসঙ্গত, এই রাজ্য সড়ক সম্প্রতি সম্প্রসারণ করা হয়েছে। তারপর এই রাস্তার উপর কয়েকটি দুর্ঘটনা ঘটে যায়। সেই সময় গ্রামবাসীদের দাবিতেই রাস্তার উপর দেওয়া হয় একাধিক বাম্পার। বিশেষত, বাঘমারি ও তার পরের গ্রাম পাথরকুমকুম এলাকায়। তবে, তা দূর থেকে বোঝার মত ‘মার্ক’ করা হয়নি বা সাদা রং করা হয়নি। এদিকে, ভাদুতলার জঙ্গলরাস্তা শেষ হলেই বাঘমারি গ্রাম। ফলে বাইক ও গাড়ি চালকরা যথারীতি স্পিডে থাকেন। আর, সেই কারণেই বাঘমারিতে ঢোকার মুখে সবার প্রথমে থাকা বাম্পারটিতে ধাক্কা লেগে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন চালকরা। বিশেষত, এই রাস্তা দিয়ে প্রথমবার যাত্রা করছেন যাঁরা। এদিনও মাত্র ঘণ্টাখানেকের মধ্যে ঘটে যাওয়া দু’টি দুর্ঘটনার জন্য বিনা মার্কিংয়ের ওই বাম্পারকেই দায়ী করে এলাকাবাসী পথ অবরোধ করেন। প্রায় ১ ঘন্টা চলে অবরোধ। পুলিশের আশ্বাস পাওয়ার পর সন্ধ্যা ৭ টা নাগাদ উঠে যায় অবরোধ।

অবরোধ উঠলো পুলিশের আশ্বাসে :

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

13 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

15 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago