thebengalpost.net
পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (নিজস্ব ছবি) :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ ডিসেম্বর: চাকরিজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৮ বছরের ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি (18 years Benefit)। এই বছর পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় একহাজার প্রাথমিক শিক্ষকের সেই বেতন বৃদ্ধি হল। কোনরকম বকেয়া ছাড়াই নভেম্বর মাসের বেতনের সঙ্গে এই ‘বর্ধিত বেতন’ পেলেন জেলার প্রায় এক হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা। এতকাল এই সমস্ত ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির টাকা ‘এরিয়ার’ বা বকেয়া হিসেবে থেকে যেত এবং পরবর্তী সময়ে তা মিটিয়ে দেওয়া হতো বলে জানিয়েছেন জেলার বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা। এই প্রথম বেতন বৃদ্ধি হওয়ার মাসেই অর্থাৎ ১৮ বছর পূর্ণ হওয়ার মাসেই সরাসরি পুরো বেতন পেলেন জেলার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা! স্বভাবতই এই কারণে খুশি তাঁরা। তবে এজন্য জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নতুন চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই-কে ধন্যবাদ জানাতে কার্পণ্য করেননি তাঁরা!

thebengalpost.net
চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষয়ের তৎপরতায় খুশি শিক্ষক শিক্ষিকারা :

জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফেও ধন্যবাদ জানানো হয়েছে চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই। তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অনিমেষ দে জানিয়েছেন, “আগে এই ১৮ বছরের বেতন বৃদ্ধি এত দ্রুত হতো না। তা এরিয়ার বা বকেয়া থেকে যেত। কিন্তু, এবার প্রথম মাস থেকেই সরাসরি বেতন বৃদ্ধির টাকা পেলেন জেলার শিক্ষক-শিক্ষিকারা। এজন্য চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষয়ের তৎপরতা অনস্বীকার্য। ‌ জেলার সকল শিক্ষক-শিক্ষিকার তরফে তাঁকে ধন্যবাদ জানাই।” প্রসঙ্গত, সরকারি নিয়ম অনুযায়ী চাকুরিজীবনের ১০ বছর, ১৮ বছর ও ২০ বছরে বিশেষ বেতন বৃদ্ধি হয় শিক্ষক-শিক্ষিকাদের (অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে ৮, ১৬ ও ২৫ বছরে)। এই বছর সেই বেতন বৃদ্ধির সুবিধা পেলেন পশ্চিম মেদিনীপুরের প্রায় এক হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।

thebengalpost.net
পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (নিজস্ব ছবি) :