তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩০ মে: নেহাতই পুরানো প্রতারণার ছক। তাতেই বোকা বনে গেলেন পশ্চিম মেদিনীপুরের এক ‘গোবেচারা’ গাড়ি চালক! ব্যবহার করেন সাধারণ কিপ্যাড ফোন। এই ধরনের প্রতারণা বিষয়ে একেবারেই ওয়াকিবহাল নন। আর, এরকম বোকাসোকা লোককেই যেন খুঁজছে প্রতারকরা! সামান্য ভুলে, খোয়া গেল প্রায় ৬০ হাজার টাকা। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বোনা গ্রামের। প্রতারিত হওয়া ওই গাড়িচালক হলেন বছর ৪০ এর প্রলয় ঘোষ।

thebengalpost.net
মাঝখানে প্রলয় ঘোষ:

জানা গিয়েছে, বোনা গ্রামের বাসিন্দা প্রলয় ঘোষ একজন গাড়ি চালক। কিছুদিনের মধ্যে তাঁর ATM এর মেয়াদ শেষ হওয়ার কথা। এদিকে, রবিবার দুপুরে হঠাৎই ব্যাংকের নাম করে ফোন আসে তাঁর কাছে। এরপর, তাঁকে বলা হয়, “আপনার এটিএম এর মেয়াদ বৃদ্ধি করা হবে এবং নতুন এটিএম কার্ড পোস্ট অফিস মারফত পাঠিয়ে দেওয়া হবে। তবে, সেজন্য দিতে হবে পুরানো এটিএম কার্ডের ১৬ ডিজিটের নাম্বার।” কিছুটা, সন্দেহ হওয়ায় প্রলয় তা দিতে অস্বীকার করেন। তারপর বলা হয়, “আপনাকে পাসওয়ার্ড দিতে হবে না বা কার্ড এর পেছনের তিন সংখ্যার নাম্বারও দিতে হবেনা।” তখন প্রলয়ের সন্দেহ কিছুটা কমে। এরপর, ১৬ সংখ্যার নাম্বার দিয়ে দিতেই প্রলয়ের ফোনে যায় একটি ওটিপি। প্রলয়-কে সেই ওটিপি নাম্বার চাওয়া হয়। ব্যাস, সেই নাম্বার দিয়ে দিতেই তিন দফায় প্রায় ৬০ হাজার টাকা গায়েব হয়ে যায়! শুধু তাই নয়, হন্তদন্ত হয়ে পুনরায় সেই নাম্বারে প্রলয়ের পরিজনেরা ফোন করলে, ওই নাম্বার থেকে তাঁদের বলা হয়, ইন্টারনেটের গন্ডগোল হওয়ার জন্য উনি বেচেঁ গেছেন (মানে, কমের উপর দিয়ে গেছে), না হলে অ্যাকাউন্ট সাফ হয়ে যেত! এরপর, চন্দ্রকোনা থানার দ্বারস্থ হয়েছেন প্রলয় ঘোষ।

thebengalpost.net
এই নম্বর থেকেই আসে ফোন :