দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২১ মে: আগামীকাল অর্থাৎ সোমবার (২২ মে) হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (Howrah-Puri-Howrah Vande Bharat Express) বাতিল করা হল দক্ষিণ পূর্ব রেলের তরফে। গতকাল অর্থাৎ শনিবার (২০ মে)-ই বাণিজ্যিক ভাবে পথ চলা শুরু করেছিল এই 22895/22896 বন্দে ভারত এক্সপ্রেস-টি। কিন্তু, দ্বিতীয় দিনেই দুর্ঘটনার মুখে পড়তে হল দ্রুতগামী ট্রেনটিকে! রবিবার দুপুরে যথাসময়ে (১২টা ৪৫ নাগাদ)পুরী পৌঁছে গেলেও, ফেরার পথে অর্থাৎ পুরী থেকে হাওড়া আসার পথে ওড়িশার বৈতরণী ও মঞ্জুরি রোড স্টেশনের মাঝে (ভদ্রক সংলগ্ন) বিকেল প্রায় সাড়ে চারটা নাগাদ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় বন্দে ভারত। বজ্রবিদ্যুৎ সহ‌ প্রবল ঝড়ে (Thunderstorm) গাছের ডাল ভেঙে পড়ে ট্রেনের সামনে ইঞ্জিনের উপর।

thebengalpost.net
দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস:

প্রাকৃতিক দুর্যোগের ফলে বেশ ভালোই ক্ষতিগ্রস্ত হয় ঝাঁ চকচকে এই ট্রেনের বেশ কিছু অংশ। রবিবার বিকেল সাড়ে চারটা থেকে বেশ কয়েক ঘন্টা ধরে চলে ট্রেন মেরামতির কাজ। দক্ষিণ পূর্ব রেলওয়ে সূত্রে খবর, দীর্ঘক্ষণ ধরে চলে ট্রেনের মেরামতির কাজ। ট্রেনের আটকে পড়া যাত্রীদের জন্য খাবারের প্যাকেট এবং জলের ব্যবস্থা করা হয় রেলের তরফে। বেশ কিছুক্ষন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় যাত্রীদের কষ্টও পেতে হয়। রবিবার রাত্রি ৮.২০ নাগাদ দুর্ঘটনাগ্রস্থ এলাকা থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় বন্দে ভারত। তবে, ট্রেনের মেরামতির জন্য সোমবার বাতিল করা হলো হাওড়া-পুরী রুটের ২২৮৯৫/২২৮৯৬ বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেসের অতিরিক্ত রেক না থাকার কারণেই সোমবার বন্দে ভারত চলাচল বাতিল করা হয়েছে। এজন্য, রেলের তরফে যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করা হয়েছে। টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে। এর আগে, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতে ইঁট বৃষ্টি করার ফলে ক্ষতিগ্রস্ত হয় ওই ট্রেন। তবে, এদিন প্রাকৃতিক দুর্যোগের কারণেই ক্ষতিগ্রস্ত ও বাধাপ্রাপ্ত হল সেমি হাইস্পিড এই ট্রেন।