দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৫ ফেব্রুয়ারি:’অমৃত ভারত স্টেশন’ (Amrit Bharat Station) প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের ৯৩টি স্টেশনের পুনর্নির্মাণ করা হবে। স্টেশনের পরিকাঠামো ও যাত্রী পরিষেবার মান উন্নত করা হবে। বলা ভালো, বিশেষ মাস্টার প্ল্যানের মাধ্যমে মডেল স্টেশন রূপে গড়ে তোলা হবে। এজন্য, কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সম্প্রতি বাজেট পেশের পরই এই সুখবর শুনিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর, এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রায় ৯৩-৯৪টি স্টেশনকে (বিজ্ঞপ্তি অনুযায়ী ৯৩, তবে তা বেড়ে ৯৪-৯৫টি হতে পারে বলে জানা গেছে) জায়গা দেওয়া হয়েছে বলে জানা গেছে। রেলওয়ে মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইতিমধ্যে তা জানিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) ১৯টি স্টেশন আছে বলে জানিয়েছেন ডিআরএম এম এস হাসমি। এর মধ্যে, পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ৪টি স্টেশন। বেলদা, হিজলি, খড়্গপুর, মেদিনীপুর- এই চারটি স্টেশনের পুনর্নির্মাণ করা হবে বা ভোল বদলে ফেলা হবে বলে জানা গেছে।
খড়্গপুর ডিভিশনের অন্যান্য স্টেশন গুলির মধ্যে আছে, দীঘা, পাঁশকুড়া, মেছেদা, হলদিয়া, তমলুক, ঝাড়গ্রাম থেকে শুরু করে বালেশ্বর, আন্দুল, বাগনান, উলুবেড়িয়া প্রভৃতি। অন্যদিকে, আদ্রা ডিভিশনের অন্তর্গত একাধিক স্টেশনেরও মান উন্নয়ন করা হবে। সেই তালিকায় আছে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল অধ্যুষিত তিনটি স্টেশন, যথাক্রমে- শালবনী, চন্দ্রকোনা রোড, গড়বেতা। এই সমস্ত স্টেশনের জন্য অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে একটি বিশেষ মাস্টার প্যান তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এই প্রকল্পের অধীনে স্টেশনগুলির উন্নতিকরণ এর সঙ্গে সঙ্গে যাত্রী সুবিধার সর্বোত্তম বন্দোবস্ত রাখা হবে বলে জানা গিয়েছে। যাত্রীদের থাকার এবং অপেক্ষা করার উন্নত লাউঞ্জের ব্যবস্থা থাকবে। থাকবে এস্ক্যালেটর বা চলমান সিঁড়ি। স্টেশনের যাত্রী পরিষেবা এলাকাকে ডাস্টপ্রুফ এরিয়া হিসেবে তৈরি করা হবে। স্টেশনে অত্যাধুনিক বসার আসন লাগানো হবে, যাতে যাত্রীরা বসে আরাম পান। যাত্রীরা বিনামূল্যে ৫-জি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। রেল স্টেশনের সৌন্দর্যায়নের উপরও জোর দেওয়া হবে বলে জানা গেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…