দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: বুধবারই দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের খড়্গপুর স্টেশন পরিদর্শন করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তার প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই বদলি করা হল খড়্গপুর ডিভিশনের ডিআরএম এম.এস হাসমি-কে। দক্ষিণ পূর্ব রেলওয়ে সূত্রে খবর, খড়গপুর ডিভিশনের নতুন ডিআরএম হচ্ছেন কে.আর চৌধুরী। অপরদিকে, হাসমিকে আপাতত ছুটিতে (কম্পালসারি ওয়েটিংয়ে) পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে, বাহানাগা’র ভয়াবহ করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর তাঁর পদে কোপ পড়ল!

thebengalpost.net
এম.এস হাসমি :

উল্লেখ্য যে, খড়্গপুর স্টেশনের সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নতি এবং খড়্গপুর শহরের সঙ্গে সমন্বয় রেখে স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে বুধবার খড়্গপুর ডিভিশনের খড়্গপুর স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (AshwiniVaishnaw)। পরিদর্শনের পর রেলমন্ত্রী জানান, “খড়্গপুর স্টেশন এশিয়ার অন্যতম বৃহৎ এবং ব্যস্ত স্টেশন। খড়্গপুর স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় আনা হয়েছে। তাই, স্টেশনের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা সহ সার্বিক বিষয় ঢেলে সাজানো হবে। শহরের সঙ্গে সমন্বয় করে কিভাবে কাজ করা যায় সেই পরিকল্পনাও নেওয়া হয়েছে। রেলের সার্বিক উন্নতির বিষয়ে যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা খতিয়ে দেখে এখানকার রেলকর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেছি।” তিনি আরো মনে করিয়ে দেন, “খড়্গপুর স্টেশনের ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ও জটিল। সেই সিস্টেমের সঙ্গে যুক্ত টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার সহ সবার সঙ্গে আলোচনা হয়েছে। ইন্টারলকিং সিস্টেমকে আরও নিরাপদ ও সুরক্ষিত করার বিষয়ে আলোচনা হয়েছে।” আর, এই পরিদর্শনের পর দিনই ডিআরএম (DRM Kharagpur)- এর বদলি ঘিরে জল্পনা ছড়িয়েছে। যদিও, এটিকে রুটিন বদলি বলে দাবি করা হয়েছে রেলের তরফে। তবে, বিভিন্ন মহলের তরফে সাম্প্রতিক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।

thebengalpost.net
কে.আর চৌধুরী :