দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জুন: আগামীকাল অর্থাৎ মঙ্গলবার (৭ জুন) দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern Railway)’র খড়্গপুর-আদ্রা শাখায় (Kharagpur Adra Division) একাধিক ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রবিবার দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে যাত্রীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুর এবং ওন্দাগ্রাম স্টেশনের মাঝে কাজ চলছে, তাই মঙ্গলবার (৬ জুন) আসানসোল হলদিয়া এক্সপ্রেস (Asansol Haldia Express- 22329/22330) এবং শালিমার ভোজুডি আরণ্যক এক্সপ্রেস (Shalimar Bhojudih Aranyak Express- 12885/12886) সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। অপরদিকে, হাওড়া পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস (Howrah Purulia Rupasi Bangla Express- 12883/12884) ৪০ মিনিট (40 min.) বিলম্বে চলবে বলে জানানো হয়েছে।

thebengalpost.net
মঙ্গলবার বাতিল হতে চলেছে একাধিক ট্রেন :

এছাড়াও, আদ্রা মেদিনীপুর মেমু প্যাসেঞ্জার, খড়্গপুর গোমো প্যাসেঞ্জার- প্রভৃতি প্যাসেঞ্জার ট্রেনগুলি মঙ্গলবার (৭ জুন) বাঁকুড়া স্টেশনেই থেমে যাবে। তারপর, আর (আদ্রা পর্যন্ত) যাবে না। এমনটাই জানানো হয়েছে, দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern Railway)’র তরফে। স্বাভাবিকভাবেই এর ফলে, খড়্গপুর আদ্রা ডিভিশনের (Kharagpur Adra Division) যাত্রীরা আগামীকাল দুর্ভোগের মধ্যে পড়তে চলেছেন। বিশেষত, মেদিনীপুর (Midnapore), শালবনী (Salboni), চন্দ্রকোনা রোড (Chandrakona Road), গড়বেতা (Garhbeta) সহ জঙ্গলমহলের নিত্য যাত্রীরা সমস্যা’র মধ্যে পড়তে পারেন বলে সংশ্লিষ্ট মহলের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য যে, এর আগে খড়্গপুর ডিভিশনে আধুনিকীকরণের কাজ চলার জন্য গত ২১ ও ২২ মে সহ প্রায় ১৫ দিন ধরে বিভিন্ন এক্সপ্রেস (Express) ও প্যাসেঞ্জার ট্রেন (Local and Passenger Train) বাতিল করা হয়েছিল।