Railway

খড়্গপুরে রেলের ডাক্তার বাবুদের সময়মতো চিকিৎসায় প্রাণ বাঁচল দুরন্ত ট্রেনে সফররত মরণাপন্ন শিশুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর: খড়্গপুরে রেলওয়ে ডাক্তার বাবুদের সময়মতো চিকিৎসায় প্রাণ বাঁচল দুরন্ত ট্রেনে সফররত এক শিশুর! পশ্চিম মেদিনীপুরের রেলশহর খড়্গপুরে অবস্থিত দক্ষিণ পূর্ব রেলওয়ের বিভাগীয় রেলওয়ে হাসপাতালের ডাক্তারবাবুদের প্রচেষ্টায় সুস্থ হয়ে উঠলো বছর পাঁচেকের ওই শিশু। সোমবার রেলওয়ে সূত্রে এমনটাই জানা গেছে।

রেলওয়ে হাসপাতাল (Railway Hospital Kharagpur) :

রেল সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে খড়গপুর স্টেশনে হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেসে মা-বাবার সঙ্গে সফররত এক শিশু হাওড়া থেকে ট্রেন ছাড়ার পরপরই বারবার বমি এবং ক্রমাগত খিঁচুনি অনুভব করছিল। আগে থেকেই খবর দেওয়ার জন্য খড়্গপুর স্টেশনে রেলওয়ে মেডিক্যাল টিম উপস্থিত হয়ে যায়! দুরন্ত এক্সপ্রেস খড়্গপুরে থামলে, কোচের ভিতরে গিয়ে, সাড়ে চার বছর বয়সী শিশুটিকে পর্যবেক্ষণ করেন তাঁরা। দেখেন শিশুটি মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে এবং খিঁচুনি হচ্ছে। মুখ থেকে ফেনার মতো জলীয় পদার্থ বেরোচ্ছিল। শিশু এবং তার বাবা-মা’কে দুরন্ত এক্সপ্রেসে থেকে নামিয়ে চিকিৎসার জন্য খড়্গপুরে রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। রেল হাসপাতালের চিকিৎসকরা দ্রুততার সঙ্গে শিশুটির চিকিৎসা শুরু করেন। সুচিকিৎসার জন্য রেল হাসপাতালের ডাক্তারবাবুরা নিকটবর্তী মেদিনীপুর মেডিক্যাল কলেজের ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করে পরামর্শ নেন। পরামর্শ মতো, কিছু ওষুধ এবং ইনজেকশন জরুরি ভিত্তিতে দেওয়া হয়। চিকিৎসায় সাড়া দিয়ে শিশুটির জীবন রক্ষা করা পায়। এখন তার অবস্থা স্থিতিশীল। শিশুটির পিতামাতা রেলওয়ে হাসপাতালের ডাক্তারবাবুদের চিকিৎসা ও জরুরি পরিষেবায় আপ্লুত!

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

7 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

14 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago