দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: বৃহস্পতিবার ‘ভোরের আলো’ ফুটতে না ফুটতেই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে এক বৃদ্ধকে ফিরিয়ে আনলেন বছর তিরিশের রেলকর্মী। নিজের জীবনের ঝুঁকি নিয়ে, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মৃত্যুপথযাত্রী বৃদ্ধকে নতুন জীবন দান করলেন খড়্গপুরের বাসিন্দা, পেশায় রেলকর্মী সতীশ কুমার (H. Satish Kumar)। তাঁর এই বীরগাথা এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সারা ভারতবাসী তাঁকে কুর্নিশ জানাচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে তাঁকে সাহসিকতার সম্মানে সম্মানিত করতে ভুল করলোনা দক্ষিণ পূর্ব রেলওয়ে’র (South Eastern Railway) খড়্গপুর ডিভিশন (Kharagpur Division)-ও। খড়্গপুর ডিভিশনের ডিআরএম (DRM) মনোরঞ্জন প্রধান স্বয়ং সতীশকে সম্মানিত করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি পণ্যবাহী ট্রেন (মালগাড়ি) বালিচক স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের দু’নম্বর ট্র্যাকে হাওড়া থেকে খড়্গপুরের দিকে আসছিল। সেই সময় সিগন্যালের দায়িত্বে ছিলেন পয়েন্টসম্যান সতীশ কুমার (H. Satish Kumar)। তিনি যখন সিগন্যাল দেখিয়ে লাইন ক্লিয়ার করছিলেন, ঠিক সেই সময়ই দেখতে পান, এক বৃদ্ধ ভারসাম্য হারিয়ে প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে পড়ে গেছেন। ঠিক তখনই পণ্যবাহী ট্রেনটি দ্রুত গতিতে ধেয়ে আসছিল স্টেশনের দিকে! কর্তব্যরত সতীশ আর অগ্রপশ্চাৎ না ভেবে, ত্বরিত গতিতে প্রায় ২০-৩০ মিটার ছুটে গিয়ে একপ্রকার জীবনের ঝুঁকি নিয়ে প্ল্যাটফর্ম থেকে লাইনে ঝাঁপ দিয়ে বৃদ্ধকে সরিয়ে নিয়ে যান। আর, তার মাত্র ৪ থেকে ৫ সেকেন্ডের মধ্যেই দ্রুতগতিতে ওই ট্রেনটি তাঁদের পাশ করে! বৃহস্পতিবার সাত সকালে পশ্চিম মেদিনীপুরের বালিচক স্টেশনে এমনই এক রোমহর্ষক ঘটনা ঘটে যায়। কিছুক্ষণ পর সেই সিসিটিভি ফুটেজ রেলের তরফে প্রকাশিত হতেই ধন্যি ধন্যি রব ওঠে সর্বত্র! সাত সকালেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে অমূল্য এক প্রাণ বাঁচানোয় সতীশকে পুরস্কৃত করেছেন খড়্গপুর ডিভিশনের ডিআরএম স্বয়ং। আর, খড়্গপুর তথা অবিভক্ত মেদিনীপুরের ‘গর্ব’ সতীশ জানিয়েছেন, “আমি আমার কর্তব্য করেছি মাত্র!”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…