দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৮ সেপ্টেম্বর:’রাত্তিরের সাথী’ প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টের কড়া ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। পুরুষদের মতোই মহিলারাও রাতে কাজ করবেন। তবে, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের। মঙ্গলবার সুপ্রিম শুনানিতে ঠিক এমনটাই বললেন প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়। এদিকে, সুপ্রিম কোর্টের শুনানির কয়েক ঘন্টা পরই মহিলা যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত থেকেই খড়্গপুর স্টেশনে (Kharagpur Station) নামানো হলো ‘পিঙ্ক মোবাইল টিম।’ খড়্গপুর GRP-র অধীন এই ‘পিঙ্ক মোবাইল টিম’ সন্ধ্যা থেকে গভীর রাত অবধি খড়গপুর স্টেশনে আসা বা স্টেশনে অপেক্ষারত মহিলা যাত্রীদের সুরক্ষায় নিয়োজিত থাকবে।
শুধু তাই নয়, বিভিন্ন ট্রেনে উঠেও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই মহিলা পুলিশ বাহিনী বা পিঙ্ক মোবাইল টিম মহিলা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করবেন বলে জানা গেছে। মঙ্গলবার খড়্গপুর স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম ঘুরে ঘুরে মহিলা যাত্রীদের সঙ্গে কথা বলেন খড়্গপুর জিআরপি’র এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীর মহিলা পুলিশ কর্মীরা। তাঁদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করা হয়। ঠিক একইভাবে স্টেশনে দাড়ানো বিভিন্ন এক্সপ্রেস ও লোকাল ট্রেনে উঠেও মহিলা যাত্রীদের নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখেন ‘পিঙ্ক মোবাইল টিম’ (Pink Mobile Team)-র সদস্যরা।