Railway

Railway: সন্ধ্যার পরই নেমে আসে ‘আতঙ্ক’! খড়্গপুর স্টেশনের নতুন ফুট ওভারব্রিজ দিয়ে হাঁটলেই গা ছমছম করছে যাত্রীদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: বিশ্বের তৃতীয় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে এতকাল একটিই মাত্র ফুট ওভারব্রিজ ছিল। অবশেষে, যাত্রীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে, গত ৩০ সেপ্টেম্বর ঘটা করে উদ্বোধিত হয়েছে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত খড়্গপুর জংশনের (স্টেশনের) নতুন রেলওয়ে ফুট ওভারব্রিজ। দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশীর উপস্থিতিতে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ সেই ফুট ওভারব্রিজের উদ্বোধন করেছিলেন মহা সাড়ম্বরে। তবে, ঝাঁ-চকচকে আর লম্বা-চওড়া এই ফুট ওভারব্রিজের উদ্বোধনকে যাত্রীরা স্বাগত জানালেও, বিভিন্ন পরিষেবার দাবিও তুলেছেন তাঁরা! সন্ধ্যার পর খড়্গপুর স্টেশনের এই দ্বিতীয় তথা নতুন ফুট ওভারব্রিজ দিয়ে যাতায়াত করতে অনেকেই আতঙ্কে ভোগেন। শীতের সন্ধ্যায়, সাড়ে ৫ টা – ৬ টা বাজতে না বাজতেই ‘নির্জনতা’ ঘিরে ধরে এই ফুট ওভারব্রিজকে! বিশেষত, সন্ধ্যার পর মহিলারা এই নতুন ফুট ওভারব্রিজের পথ প্রায় মাড়াননা। তাঁদের ভরসা সেই সুপ্রাচীন প্রথম ফুটওভার ব্রিজটিই। আর, নির্জনতার আতঙ্কই শুধু নয়, দ্বিতীয় এই ফুট ওভারব্রিজে নেই কোনো সুবিধাও। নেই পর্যাপ্ত আলো, ডিসপ্লে বোর্ড, রেলের ঘোষণা বা প্যাসেঞ্জার অ্যানাউন্স শুনবার কোন ব্যবস্থা কিংবা সিসিটিভি (CCTV)। আর, এই প্রাথমিক বন্দোবস্তগুলিই যেখানে নেই; সেখানে আরপিএফ (RPF) বা রেল নিরাপত্তা কর্মীর আশা করাটা যে নেহাতই বিলাসিতা, তা বলবার আর অপেক্ষা রাখেনা। স্বভাবতই, জীবনের ঝুঁকি নিয়ে সন্ধ্যার পর অনেকেই এই ফুটওভার ব্রিজ দিয়ে যাতায়াত করেন না! তাই, তাঁরা আগের মতোই কষ্ট করে প্রথম ফুট ওভারব্রিজ দিয়েই যাতায়াত করছেন। আবার, সন্ধ্যার পর সমাজবিরোধীদের ইতস্তত ঘোরাঘুরিও লক্ষ্য করেছেন অনেকেই।

শুনশান ওভারব্রিজে মহিলারাও থাকেন আতঙ্কে :

এদিকে, রেল কর্তৃপক্ষ অস্বীকার করলেও কিংবা কোনো লিখিত অভিযোগ এখনো না হলেও, ইতিমধ্যে নির্জনতার সুযোগে নতুন এই ফুট ওভারব্রিজে দু-তিনটি ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। তার মধ্যে একবার আবার খোদ এক রেলকর্মীর হাতের ব্যাগ ছিনতাইয়ের চেষ্টাও হয়েছে বলে জানা গেছে। যদিও, নাম প্রকাশে অনিচ্ছুক সেই রেলকর্মী ক্যামেরার সামনে কোন কিছু বলতে রাজি হননি! তবে, গত দু’তিন মাসে এরকম দু-তিনটি ঘটনার পর, নতুন ফুট ওভারব্রিজ এক প্রকার নির্জনতার অন্ধকারেই ডুবে থাকে সন্ধ্যার পর। এ নিয়ে শুক্রবার খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম (DCM- Divisional Commercial Manager) রাজেশ‌ কুমার জানিয়েছেন, “খুব তাড়াতাড়ি দ্বিতীয় ফুট ওভারব্রিজেও প্যাসেঞ্জার অ্যানাউন্স সিস্টেম, ডিসপ্লে বোর্ড প্রভৃতির ব্যবস্থা হয়ে যাবে। সিসিটিভি’র বিষয়টিও প্রস্তাব আকারে রাখা হয়েছে। যাত্রীদের অসুবিধার বিষয়গুলো নিয়ে আমরা পদক্ষেপ করছি। তবে, এখনও অবধি কোন সমাজবিরোধী কার্যকলাপের বিষয়ে অভিযোগ আমরা পাইনি। তা সত্ত্বেও আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি”। তবে, এখনই এই দ্বিতীয় ফুটওভার ব্রিজে আরপিএফ বা নিরাপত্তাকর্মী দেওয়ার বিষয়ে রেল কর্তৃপক্ষের কোনো আশ্বাস মেলেনি।

নেই সিসিটিভি সহ নিরাপত্তা ব্যবস্থা :

News Desk

Recent Posts

IIT Kharagpur: বর্তমান পড়ুয়াদের স্টার্টআপ কোম্পানির জন্য বিপুল বিনিয়োগ প্রাক্তনীদের! z21 Ventures-র সঙ্গে MoU স্বাক্ষর IIT খড়্গপুরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…

33 mins ago

Midnapore: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে, ফেরার পথে জাতীয় সড়কে মর্মা*ন্তিক দুর্ঘ*টনা! বাড়ি ফেরা হল না মেদিনীপুর শহরের দুই যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…

6 hours ago

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

1 day ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

1 day ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago