Railway

Kharagpur Division: পুজোর আগেই সুখবর! ৩১ আগস্ট থেকে চলবে পাঁশকুড়া-দীঘা এবং খড়্গপুর-টাটানগর মেমু, হাওড়া-পুরুলিয়া সুপার ফাস্ট চলবে আগের মতোই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৫ আগস্ট: অবশেষে পুজোর আগেই দীঘা প্রেমী মেদিনীপুর-খড়্গপুর-ডেবরা-পাঁশকুড়া বাসীর জন্য এলো সুখবর! আগামী ৩১ আগস্ট, বুধবার থেকে চালু হচ্ছে পাঁশকুড়া-দীঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার (০৮১৪৩/০৮১৪৪)। বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। ০৮১৪৩ পাঁশকুড়া দীঘা মেমু প্যাসেঞ্জার প্রতি সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দুপুর ২ টো ২০’র (14:20) সময় পাঁশকুড়া থেকে ছাড়বে এবং তা বিকেল ৫ টা ৫ মিনিটে (17:05) মিনিটে দীঘা পৌঁছবে বলে জানা গেছে। অপরদিকে, ০৮১৪৪ দীঘা পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার-টিও ওই একই দিনগুলোতে (সোম-বৃহস্পতি) বিকেল ৫ টা ২৫ (17:25) মিনিটে দীঘা থেকে ছেড়ে এসে, সন্ধ্যা ৭ টা ৪৫ (19:45) মিনিটে পাঁশকুড়া পৌঁছবে। স্বভাবতই, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের দীঘা প্রেমীরা সহজেই এবং স্বল্প ভাড়াতেই এই ট্রেন ধরে দীঘা ভ্রমণে যেতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে।

পুরুলিয়া-হাওড়া নিয়ে ছড়ানো বিজ্ঞপ্তি ফেক (Fake) বলে জানিয়ে দিল দক্ষিণ পূর্ব রেলওয়ে:

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে চালু হওয়ার কথা ছিল পাঁশকুড়া-দীঘা-পাঁশকুড়া (০৮১৩৭/০৮১৩৮) মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন-টির। তবে, অনিবার্য কারণবশত তা চালু হয়নি। শেষ পর্যন্ত, স্থায়ী মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি চালু করায় খুশি এলাকাবাসী। তবে, ০৮১৩৭/০৮১৩৮ স্পেশাল মেমু প্যাসেঞ্জার ট্রেনটিও (যেটি সন্ধ্যা ৬ টা ২০-তে পাঁশকুড়া থেকে ছাড়ার কথা ছিল) পুজোর আগে চালু করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। অন্যদিকে, দীর্ঘদিন পর চালু হচ্ছে খড়্গপুর টাটানগর মেমু প্যাসেঞ্জার (০৮০৫৯/০৮০৬০) ট্রেনটিও। আগামী ৩১ আগস্ট, বুধবার থেকে প্রতিদিন এই ট্রেন চলবে। খড়্গপুর টাটানগর মেমু প্যাসেঞ্জার (০৮০৫৯) রাত্রি ৮ টা ৪০ মিনিটে (20:40) খড়্গপুর থেকে ছেড়ে রাত্রি ১১ টা ৫ মিনিটে (23:05) টাটানগরে পৌঁছবে ভায়া ঝাড়গ্রাম হয়ে এবং ০৮০৬০ টাটানগর খড়্গপুর মেমু প্যাসেঞ্জার-টি প্রতিদিন ভোর ৪ টা ৩৫ মিনিটে (04:35) টাটানগর থেকে ছেড়ে সকাল ৭ টা ১০ মিনিটে (07:10) মিনিটে খড়্গপুরে পৌঁছবে। আগামী ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ভায়া ঝাড়গ্রাম এই ট্রেনটি চালু হচ্ছে। এদিকে, বৃহস্পতিবার (২৫ আগস্ট) আরও একটি বিষয়ে রেলযাত্রীদের সতর্ক করে দিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে। সম্প্রতি, হাওড়া পুরুলিয়া হাওড়া (১২৮২৭/১২৮২৮) সুপার ফাস্ট এক্সপ্রেসের গতিপথ পরিবর্তন নিয়ে যে বিজ্ঞপ্তি সমাজ মাধ্যমে ছড়াচ্ছে, তা ‘ফেক’ (Fake) বলে জানিয়ে দেওয়া হয়েছে। পূর্বের মতোই এই ভায়া খড়্গপুর হয়ে চলবে বলে জানানো হয়েছে। বাঁকুড়া থেকে মশাগ্রাম রুটে চলবে বলে যে বিজ্ঞপ্তি ছড়িয়েছিল, তা সম্পূর্ণভাবে ভুয়ো বা ফেক বলে জানানো হয়েছে।

পুরুলিয়া হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস আগের মতোই চলবে:

News Desk

Recent Posts

Midnapore: কুয়াশার চাদরে ঢাকল মেদিনীপুর! ‘দার্জিলিং’ খুঁজছেন শহরবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: কুয়াশার চাদরে ঢাকল শহর মেদিনীপুর! শনিবার সন্ধ্যার…

18 hours ago

Midnapore: “শুনে আনন্দিত হলাম বনশুয়োরের বাচ্চাটি শালবনী থেকে বিদায় নিতে চলেছে”; মন্ত্রী-পত্নীর ‘ভাইরাল’ পোস্ট ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: "শুনে আনন্দিত হলাম বনশুয়োরের বাচ্চাটি শালবনী থেকে…

1 day ago

Medinipur: সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন, বিকেলে পুকুরে জাল ফেলতেই উঠে এল তরতাজা যুবকের দেহ! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেন নি। বিকেলে পুকুর…

2 days ago

Medinipur: ‘পুষ্পা’ নিয়ে বাড়াবাড়ি অথচ দেবের ‘খাদান’-এ অরুচি! খড়্গপুরের হলে প্রতিবাদ ভক্তদের; ফাটল বাজি, বাজল ঢোল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: গত ৫ ডিসেম্বর 'রেল শহর' খড়্গপুরের বোম্বে…

2 days ago

Biodiversity Park: প্রজাপতি উদ্যান, অভয় পুকুর থেকে রক ক্লাইম্বিং; শহর মেদিনীপুরের খুব কাছেই ‘বায়োডাইভার্সিটি পার্ক’

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: প্রত্যন্ত জঙ্গলমহলেও নজরকাড়া জীববৈচিত্র্য উদ্যান বা বায়োডাইভার্সিটি পার্ক (Biodiversity…

2 days ago

IIT Kharagpur: QS আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে সারা দেশের মধ্যে ‘দ্বিতীয়’ স্থান অধিকার করল IIT খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২০ ডিসেম্বর: কিউএস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং-২০২৫ (স্থায়িত্ব)- এ সারা দেশে…

2 days ago