thebengalpost.net
দীঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার চলবে ৩১ আগস্ট থেকে (প্রতীকী ছবি):

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৫ আগস্ট: অবশেষে পুজোর আগেই দীঘা প্রেমী মেদিনীপুর-খড়্গপুর-ডেবরা-পাঁশকুড়া বাসীর জন্য এলো সুখবর! আগামী ৩১ আগস্ট, বুধবার থেকে চালু হচ্ছে পাঁশকুড়া-দীঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার (০৮১৪৩/০৮১৪৪)। বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। ০৮১৪৩ পাঁশকুড়া দীঘা মেমু প্যাসেঞ্জার প্রতি সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দুপুর ২ টো ২০’র (14:20) সময় পাঁশকুড়া থেকে ছাড়বে এবং তা বিকেল ৫ টা ৫ মিনিটে (17:05) মিনিটে দীঘা পৌঁছবে বলে জানা গেছে। অপরদিকে, ০৮১৪৪ দীঘা পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার-টিও ওই একই দিনগুলোতে (সোম-বৃহস্পতি) বিকেল ৫ টা ২৫ (17:25) মিনিটে দীঘা থেকে ছেড়ে এসে, সন্ধ্যা ৭ টা ৪৫ (19:45) মিনিটে পাঁশকুড়া পৌঁছবে। স্বভাবতই, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের দীঘা প্রেমীরা সহজেই এবং স্বল্প ভাড়াতেই এই ট্রেন ধরে দীঘা ভ্রমণে যেতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে।

thebengalpost.net
পুরুলিয়া-হাওড়া নিয়ে ছড়ানো বিজ্ঞপ্তি ফেক (Fake) বলে জানিয়ে দিল দক্ষিণ পূর্ব রেলওয়ে:

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে চালু হওয়ার কথা ছিল পাঁশকুড়া-দীঘা-পাঁশকুড়া (০৮১৩৭/০৮১৩৮) মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন-টির। তবে, অনিবার্য কারণবশত তা চালু হয়নি। শেষ পর্যন্ত, স্থায়ী মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি চালু করায় খুশি এলাকাবাসী। তবে, ০৮১৩৭/০৮১৩৮ স্পেশাল মেমু প্যাসেঞ্জার ট্রেনটিও (যেটি সন্ধ্যা ৬ টা ২০-তে পাঁশকুড়া থেকে ছাড়ার কথা ছিল) পুজোর আগে চালু করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। অন্যদিকে, দীর্ঘদিন পর চালু হচ্ছে খড়্গপুর টাটানগর মেমু প্যাসেঞ্জার (০৮০৫৯/০৮০৬০) ট্রেনটিও। আগামী ৩১ আগস্ট, বুধবার থেকে প্রতিদিন এই ট্রেন চলবে। খড়্গপুর টাটানগর মেমু প্যাসেঞ্জার (০৮০৫৯) রাত্রি ৮ টা ৪০ মিনিটে (20:40) খড়্গপুর থেকে ছেড়ে রাত্রি ১১ টা ৫ মিনিটে (23:05) টাটানগরে পৌঁছবে ভায়া ঝাড়গ্রাম হয়ে এবং ০৮০৬০ টাটানগর খড়্গপুর মেমু প্যাসেঞ্জার-টি প্রতিদিন ভোর ৪ টা ৩৫ মিনিটে (04:35) টাটানগর থেকে ছেড়ে সকাল ৭ টা ১০ মিনিটে (07:10) মিনিটে খড়্গপুরে পৌঁছবে। আগামী ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ভায়া ঝাড়গ্রাম এই ট্রেনটি চালু হচ্ছে। এদিকে, বৃহস্পতিবার (২৫ আগস্ট) আরও একটি বিষয়ে রেলযাত্রীদের সতর্ক করে দিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে। সম্প্রতি, হাওড়া পুরুলিয়া হাওড়া (১২৮২৭/১২৮২৮) সুপার ফাস্ট এক্সপ্রেসের গতিপথ পরিবর্তন নিয়ে যে বিজ্ঞপ্তি সমাজ মাধ্যমে ছড়াচ্ছে, তা ‘ফেক’ (Fake) বলে জানিয়ে দেওয়া হয়েছে। পূর্বের মতোই এই ভায়া খড়্গপুর হয়ে চলবে বলে জানানো হয়েছে। বাঁকুড়া থেকে মশাগ্রাম রুটে চলবে বলে যে বিজ্ঞপ্তি ছড়িয়েছিল, তা সম্পূর্ণভাবে ভুয়ো বা ফেক বলে জানানো হয়েছে।

thebengalpost.net
পুরুলিয়া হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস আগের মতোই চলবে: