দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ মে: এতদিন নাম ছিল- হাওড়া-আদ্রা শিরোমণি ফাস্ট প্যাসেঞ্জার (Howrah Adra Shiromani Fast Passenger)। দীর্ঘ আন্দোলনের ফলে, আগামীকাল, মঙ্গলবার (৩ মে) থেকে সেই ট্রেন চালু হচ্ছে। তবে, জঙ্গলমহলবাসীর ভাবাবেগে আঘাত দিয়ে ‘শিরোমণি’ নমে নয়, তা চলবে শুধুমাত্র- আদ্রা হাওড়া এক্সপ্রেস (Adra Howrah Express) নামে। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে পুনরায় চলবে, আদ্রা হাওড়া এক্সপ্রেস। প্রতিদিন সকাল 4 টা 35 এ আদ্রা থেকে ছাড়বে এবং বিকেল 5 টা 50 এ ছাড়বে হাওড়া থেকে। এই ট্রেন পুনরায় চালু হলেও, ‘রাণী শিরোমণি’র নাম এভাবে বাদ দিয়ে দেওয়ায় একেবারেই খুশি নয় আপামর জঙ্গলমহলবাসী তথা মেদিনীপুরবাসী।

thebengalpost.net
হাওড়া আদ্রা এক্সপ্রেস :

প্রসঙ্গত, দ্বিতীয় চুয়াড় বিদ্রোহের নেত্রী রাণী শিরোমণি’র প্রতি সম্মান জানিয়ে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলবাসী-কে উপহার দিয়েছিলেন রাণী শিরোমণি নামাঙ্কিত এই প্যাসেঞ্জার ট্রেনটি। ঝাঁসির রাণী লক্ষ্মীবাইয়েরও পূর্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব (১৭৯৮-‘৯৯) দিয়েছিলেন রাণী শিরোমণি। ১৭৯৯ খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ বাহিনী’র হাতে বন্দী হন এবং ১৮১২ সালে তাঁর মৃত্যু হয়। স্বভাবতই, দীর্ঘ আন্দোলনের ফলে এই ট্রেন চালু হলেও, রাণীর নাম এভাবে মুছে যাক, তা চাননা আপামর জঙ্গলমহলবাসী। এই সময়ে এই অন্যদিকে, খড়্গপুর-খুড়দা রোড এক্সপ্রেস-ও আগামীকাল থেকে চালু হচ্ছে। প্রতিদিন সকাল 4 টা 40 এ এই ট্রেন ছাড়বে খড়্গপুর থেকে এবং ওড়িশার খুড়দা রোড থেকে ছেড়ে আসবে বিকেল 4 টা 45 থেকে। এছাড়াও, আগামীকাল থেকে চালু হচ্ছে, টাটানগর-ইটওয়াড়ি এক্সপ্রেস এবং পুরী-বারবিল এক্সপ্রেস।

thebengalpost.net
খড়্গপুর-খুড়দা রোড এক্সপ্রেস :