দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৪ জুন: ২২ জুন থেকে ১ জুলাইয়ের পরিবর্তে, ২৯ জুন থেকে ৮ জুলাই! দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) অধীন আন্দুল স্টেশনে (Andul Station) টানা ১০ দিন ধরে চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ। তাই, মেদিনীপুর-হাওড়া-মেদিনীপুর সহ ২৩৭টি লোকাল ট্রেন এবং ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন সহ মোট ৩০৩টি ট্রেন বাতিল করা হল দক্ষিণ পূর্ব রেলওয়ে তথা খড়্গপুর ডিভিশনের তরফে। সোমবার (২৪ জুন) বেলা ১২টা নাগাদ নতুন এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) তরফে। খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম (Sr. DCM/সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার) অলোক কৃষ্ণ সাংবাদিকদের প্রেস বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছেন।

thebengalpost.net
বাতিল ট্রেনের তালিকা:

উল্লেখ্য যে, গত ১১ জুনের (২০২৪) বিজ্ঞপ্তি বাতিল করে দিনকয়েক আগেই (১৯ জুন) দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছিল, আন্দুল স্টেশনে (Andul Station) নন-ইন্টারলকিংয়ের (NI Work) কাজের জন্য ২২ জুন থেকে কোনও ট্রেন বাতিল করা হচ্ছেনা; পরবর্তী সময়ে ট্রেন বাতিল করা হলে, দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। অবশেষে তা জানানো হল আজ, সোমবার। মোট ৩০০-র বেশি ট্রেন বাতিল করা ছাড়াও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের। কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বা ঘোরানো হয়েছে। সোমবার (২৪ জুন) খড়্গপুর ডিভিশন (Kharagpur Division) সূত্রে এমনটাই জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ১১ জুনের বিজ্ঞপ্তিতে ১৬৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল, তবে নতুন বিজ্ঞপ্তিতে বাতিল লোকাল ট্রেনের সংখ্যা ২৩৭। ফলে জুলাইয়ের শুরুতেই যে বড়সড় ভোগান্তির মুখে পড়তে চলেছেন মেদিনীপুর-হাওড়া লাইন সহ খড়্গপুর ডিভিশনের যাত্রীরা, তা বলাই বাহুল্য!

thebengalpost.net
দক্ষিণ পূর্ব রেলওয়ের বিজ্ঞপ্তি:

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রি নন-ইন্টারলকিংয়ের (Pre-NI) কাজ চলবে ২৯ জুন থেকে ৬ জুলাই (৮ দিন) পর্যন্ত এবং নন ইন্টারলকিংয়ের কাজ চলবে ৭ ও ৮ জুলাই (২ দিন)। এই কাজ চলাকালীন (২৯ জুন – ৮জুলাই) মেদিনীপুর-হাওড়া লোকাল সহ খড়্গপুর ডিভিশনের মোট ২৩৭টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও, বাতিল করা হয়েছে ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন। সেই তালিকায় আছে তাম্রলিপ্ত, ইস্পাত, জনশতাব্দী, ইন্টারসিটি, ধৌলি, আরণ্যক, কাণ্ডারী, সামলেশ্বরী, আজাদ হিন্দ, শতাব্দী-র মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনও। অন্যদিকে, এই ১০ দিনে ১১ জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে (ঘোরানো হয়েছে)। সময় পরিবর্তন করা হয়েছে ১২ জোড়া এক্সপ্রেস ট্রেনের এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৩ জোড়া এক্সপ্রেস ট্রেনের। এছাড়া, ৬ জুলাই ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস (22504) ৯০ মিনিট এবং পুরী-হাওড়া এক্সপ্রেস (12838) ২০ মিনিট দেরিতে (controlling) চলতে পারে বলে জানানো হয়েছে খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) তরফে।

thebengalpost.net
দক্ষিণ পূর্ব রেলওয়ের বিজ্ঞপ্তি: