দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ মে: আদ্রা ডিভিশনে (Adra Division) এ কাজের জন্য ইতিমধ্যে ২৬ টি দূরপাল্লার ট্রেন ও ৪ টি মেমু বাতিল করা হয়েছে। আগামী ১ জুন অবধি খড়্গপুর ও আদ্রা ডিভিশনে বিঘ্ন ঘটতে চলেছে ট্রেন চলাচলে। এদিকে, খড়্গপুর ডিভিশনে (Kharagpur Division)ও শুরু হয়েছে আধুনিকীকরণের কাজ (Development Work)। চলছে খড়্গপুর-হিজলি তৃতীয় লাইনের কাজ। খড়্গপুরে হবে সিগন্যাল আধুনিকীকরণ ও পাওয়ার ব্লকের কাজ। সেজন্যই, আজ অর্থাৎ শনিবার (১৪ মে) ও রবিবার (১৫ মে) বাতিল করা হয়েছে দু’টি লোকাল। একটি লোকালের সময় পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে, আগামী ২২ মে, রবিবার হাওড়া-মেদিনীপুর-হাওড়া গামী প্রায় সবকটি লোকাল (৩০টি/১৫ জোড়া) বাতিল করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের (South Eastern Railway) তরফে। এমনকি, ২১ মে, শনিবারও লোকাল ট্রেন পরিষেবায় ব্যাপক বিঘ্ন ঘটবে বলে জানানো হয়েছে খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে। ওই দিনও প্রায় সবকটি লোকাল ট্রেন বন্ধ থাকবে বলে আপাতত জানানো হয়েছে।

thebengalpost.net
দক্ষিণ পূর্ব রেলের বিজ্ঞপ্তি:

উল্লেখ্য যে, দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, ট্রেন নং ৩৮৮০১ থেকে ৩৮৮৩২ পর্যন্ত হাওড়া-মেদিনীপুর-হাওড়া যে ৩২ টি লোকাল ট্রেন (বা, এমু লোকাল/EMU Local) চলে, তার মধ্যে ৩০-টিই আগামী ২২ মে’র জন্য বাতিল করা হয়েছে। শুধুমাত্র ট্রেন নং ৩৮৮০৪ মেদিনীপুর-হাওড়া লোকাল (যা, মেদিনীপুর স্টেশন থেকে সকাল ৫ টা ৩৫ মিনিটে ছাড়ে) এবং ৩৮৮২৯ হাওড়া-মেদিনীপুর লোকাল (যা, হাওড়া থেকে সন্ধ্যা ৭ টা ৩৮ মিনিটে ছাড়ে) সেই দুটি ট্রেন এই বাতিল হওয়া ট্রেনের তালিকায় এখনও পর্যন্ত নেই। তবে, ওই দু’টি ট্রেন আগামী ২২ মে নিশ্চিতভাবেই চলবে কিনা, তা এখনও অবধি বলা সম্ভব নয়। তবে, চলার সম্ভাবনা আছে। অন্যদিকে, আগামী ২১ মে-ও এই সমস্ত ট্রেন বাতিল থাকবে বা ট্রেন‌ চলাচলে বিঘ্ন ঘটবে বলে রেলওয়ে সূত্রে জানা যাচ্ছে। তবে, ২১ মে’র জন্য দক্ষিণ পূর্ব রেলের তরফে লোকাল ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি।

thebengalpost.net
দক্ষিণ পূর্ব রেলের বিজ্ঞপ্তি:

যদিও, খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাজেশ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “খড়্গপুর-হিজলি তৃতীয় লাইন সম্প্রসারণের কাজের জন্য খড়্গপুরে নন-ইন্টারলকিং হবে। এজন্য, ২১ মে ও ২২ মে ট্রেন চলাচলে প্রভাব পড়বে। কিছু ট্রেন বাতিল, কিছু ট্রেনের সময় পরিবর্তন এবং কিছু ট্রেনের যাত্রা পথ বদল করা হচ্ছে। তাতে দূরপাল্লার ও লোকাল ট্রেন চলাচলে প্রভাব পড়তে চলেছে। খড়্গপুরের আগেই বহু ট্রেনের যাত্রা পথ শেষ হচ্ছে।” এদিকে, ইতিমধ্যে ওই দু’দিন দূরপাল্লার যে ২৬ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে, সেগুলি হল- রূপসী বাংলা, ভুবনেশ্বর জনশতাব্দী, ফলকনুমা, ধৌলি, যশবন্তপুর দুরন্ত, ইস্ট কোস্ট, স্টিল, জগন্নাথ, পুরুলিয়া প্রভৃতি। এছাড়াও, বাতিল করা হয়েছে আদ্রা হাওড়া এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস সহ একাধিক প্যাসেঞ্জার ও মেমু ট্রেন।

thebengalpost.net
দক্ষিণ পূর্ব রেলের বিজ্ঞপ্তি:

অন্যদিকে, আজ, শনিবার (১৪ মে) ও আগামীকাল, রবিবার (১৫) যে দুটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, সেগুলি হল- ৩৮৮০১ হাওড়া মেদিনীপুর লোকাল এবং ৩৮৮০৮ মেদিনীপুর-হাওড়া লোকাল। ৩৮৮০১ হাওড়া থেকে ভোর ২ টা ৪০ মিনটে ছাড়ে এবং ৩৮৮০৮ মেদিনীপুর স্টেশন থেকে সকাল ৬ টা ৩৫ মিনিটে ছাড়ে। এছাড়াও, শনিবার (১৪ মে) ও রবিবার (১৫ মে) ট্রেন নং ৩৮৭০৩ হাওড়া-খড়্গপুর লোকাল হাওড়া থেকে ভোর ৪ (চারটা) টায় ছেড়ে আসবে, ভোর সাড়ে তিনটা (৩.৩০)’র‌ পরিবর্তে। এমনটাই জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে।

thebengalpost.net
দক্ষিণ পূর্ব রেলের বিজ্ঞপ্তি: