দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত রেলের তৃতীয় লাইনের যে কাজ চলছিল, তার কাজ শেষে নেকুড়সেনি (Nekurseni)’র কাছে সেই লাইন সংযুক্ত করা হবে দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে। আর সেজন্যই, আগামী সপ্তাহে ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত খড়্গপুর ডিভিশনের খড়্গপুর-ভদ্রক রেল পরিষেবা বিপর্যস্ত হতে চলেছে! শনিবার (২১ জানুয়ারি) দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নেকুড়সেনি স্টেশনের কাছে উড়ালের ইন্টারলকিং এবং নন-ইন্টারলকিং কাজের জন্য ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন সবকিছুই বাতিল করা হচ্ছে আগামী সপ্তাহের পাঁচ দিন (২৯ জানুয়ারি – ২ ফেব্রুয়ারি)। ফলে ওই ক’দিন দূরপাল্লার যাত্রী পরিষেবা বিঘ্নিত হতে চলেছে।
দক্ষিণ পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভুবনেশ্বর-হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস (১২০৭৪/১২০৭৩) বন্ধ থাকবে আগামী ৩০ জানুয়ারি। পুরী-হাওড়া-পুরী শতাব্দি এক্সপ্রেস (১২২৭৮/১২২৭৭) বন্ধ থাকবে আগামী ৩০ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি। হায়দ্রাবাদ-শালিমার ইস্ট কোচ এক্সপ্রেস (১৮০৪৬) বন্ধ থাকবে আগামী ২৯ জানুয়ারি, ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি। অপরদিকে, শালিমার-হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস (১৮০৪৫) বন্ধ থাকবে আগামী ৩০ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি ও ২ ফেব্রুয়ারি। এছাড়াও, হাওড়া-ভদ্রক-হাওড়া এক্সপ্রেস (১৮০৪৩/১৮০৪৪) বন্ধ থাকবে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি। শালিমার-পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস (১২৮২১/১২৮২২) বন্ধ থাকবে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি। পুরী-শালিমার (২২৮৩৬) এবং শালিমার-পুরী (২২৮৩৫) এক্সপ্রেস বন্ধ থাকবে যথাক্রমে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি।
অন্যদিকে, পুরী-শালিমার (১২৮৮২) এবং শালিমার-পুরী (১২৮৮১) গরীব রথ এক্সপ্রেস বন্ধ থাকবে যথাক্রমে ১ ও ২ ফেব্রুয়ারি। খড়্গপুর-বালেশ্বর-খড়্গপুর মেমু স্পেশাল প্যাসেঞ্জার (০৮০১৭/০৮০১৮) ট্রেন বন্ধ থাকবে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি। এছাড়াও, শালিমার-ভঞ্জপুর-শালিমার এক্সপ্রেস (১৮০০৭/১৮০০৮) চলাচল বন্ধ থাকবে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে হাওড়া-জলেশ্বর-হাওড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল (০৮০৬১/০৮০৬২) ট্রেনের চলাচলও। অন্যদিকে, নয়া দিল্লী-পুরী পুরুষোত্তম, ভুবনেশ্বর-নয়া দিল্লী রাজধানী, যশবন্তপুর-নয়া দিল্লি দুরন্ত এক্সপ্রেস ট্রেনগুলিকে খড়্গপুর ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়ন্ত্রিত করা হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। ওই পাঁচ দিন প্রভাব পড়বে ৩০-৩১টি মালগাড়ির চলাচলেও।