দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৯ জুলাই: নতুন ইতিহাস সৃষ্টি করলো ভারতীয় রেলওয়ে (Indian Railway)। যাত্রীদের তথ্য ও বিনোদন প্রদানের উদ্দেশ্যে লোকাল ট্রেনে লাগানো হল- এলইডি টিভি (LED TV)। পূর্ব রেলওয়ের (Eastern Railway)’র হাওড়া ডিভিশনে (Howrah Division) বুধবার (২৭ জুলাই) থেকে এই ব্যবস্থা চালু হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিটি কোচে চারটি করে ২৭ ইঞ্চি’র এলইডি টিভি লাগানো হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) বুধবার রেলের এই অত্যাধুনিক যাত্রী পরিষেবার উদ্বোধন করেন। হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান সহ পূর্ব রেলের হাওড়া ডিভিশনের মোট ৫০-টি লোকাল ট্রেনে আপাতত এই টিভি লাগানো হয়েছে বলে জানা গেছে। মোট ৬০০০ টিভি ইতিমধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে বলেও পূর্ব রেলওয়ে সূত্রে জানা গেছে।

thebengalpost.net
উদ্বোধন হল অত্যাধুনিক এই পরিষেবার :

যাত্রীদের রেলওয়ে সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদানের সাথে সাথে বিনোদন দেওয়ার জন্য-ই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। শুক্রবার হাওড়া ডিভিশনের এই সমস্ত লাইনের যাত্রীদের মারফত জানা গেছে, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দেখানো হচ্ছে এই টিভিতে। ফলে কিছুটা হলেও যাত্রা পথের একঘেয়েমি দূর হয়েছে। মনে করা হচ্ছে, পূর্ব রেলে পরীক্ষামূলক ভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, আগামীদিনে দক্ষিণ পূর্ব রেলওয়ে সহ অন্যান্য শাখাতেও এর প্রচলন হতে পারে। এদিকে, লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে, এবার লোকাল ট্রেনে শৌচাগারের ব্যবস্থাও প্রদান করা হোক। বিশেষত, ভারতীয় রেল যখন যাত্রী পরিষেবা ও আধুনিকীকরণের উপর জোর দেওয়ার কথা জানাচ্ছে, সেক্ষেত্রে লোকাল ট্রেনেও (অন্তত কিছু কামরাতে) শৌচাগার নির্মাণের প্রয়োজন বলে মতামত দিয়েছেন যাত্রীরা।

thebengalpost.net
লোকাল ট্রেনে LED TV: